সাফল্য পেতে বিরোধীদের ১০-১৫ বছর এই কাজের পরামর্শ রামদেবের

নয়াদিল্লি: বাংলায় পালাবদলের পর বিরোধীদের মুখে নিউকোপ্লাস্ট লাগিয়ে ১০-১৫ বছর চুপ থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল৷ এবার কেন্দ্রে বিজেপি সরকারের দ্বিতীয় শপথগ্রহণের পর বিরোধীদের নয়া পরামর্শ দিয়ে বিতর্কে জড়ালেন বাবা রামদেব৷ সংবাদমাধ্যমে রামদেব দাবি করেছেন, আগামী ১০-১৫ বছর বিরোধীরা কপালভাতি করুক৷ তাহলে তাঁদের দুশ্চিন্তা কমবে৷ কপালভাতি অর্থাৎ প্রাণায়াম যোগশাস্ত্রে বর্ণিত একটি প্রাণায়াম বিশেষ৷ রামদেবের যুক্তি, মানসিক

সাফল্য পেতে বিরোধীদের ১০-১৫ বছর এই কাজের পরামর্শ রামদেবের

নয়াদিল্লি: বাংলায় পালাবদলের পর বিরোধীদের মুখে নিউকোপ্লাস্ট লাগিয়ে ১০-১৫ বছর চুপ থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল৷ এবার কেন্দ্রে বিজেপি সরকারের দ্বিতীয় শপথগ্রহণের পর বিরোধীদের নয়া পরামর্শ দিয়ে বিতর্কে জড়ালেন বাবা রামদেব৷

সংবাদমাধ্যমে রামদেব দাবি করেছেন, আগামী ১০-১৫ বছর বিরোধীরা কপালভাতি করুক৷ তাহলে তাঁদের দুশ্চিন্তা কমবে৷ কপালভাতি অর্থাৎ প্রাণায়াম যোগশাস্ত্রে বর্ণিত একটি প্রাণায়াম বিশেষ৷ রামদেবের যুক্তি, মানসিক চাপ বিরোধীরা তাঁর যোগশাস্ত্রের শিবিরে অংশ নিক৷ তিনি দ্বায়িত্ব নিয়ে তাঁদের মানসিক চাপ কমিয়ে দেবেন৷

বলেন, ‘‘নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ অর্থনৈতিক, মানসিক, সাংস্কৃতিক দাসত্ব থেকে মুক্তি পাচ্ছে৷ যে মন্ত্রীরা শপথ নিয়েছেন, তাঁরাও কঠিন পরিশ্রম করেছেন৷ বিরোধীরাও পরিশ্রম করেছেন৷ কিন্তু সাফল্য পাননি৷ সাফল্য না পেয়ে তাঁদের মানসিক চাপ বেড়েছে৷ বিরোধীরা কপালভাতির অভ্যাস করতে সব সমস্যা দূর হয়ে যাবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + four =