রামমন্দিরের দান বাক্স উপচে প্রথম দিনেই কোটি কোটি টাকা দান ! হিসাব জানাল ট্রাস্ট

রামমন্দিরের দান বাক্স উপচে প্রথম দিনেই কোটি কোটি টাকা দান ! হিসাব জানাল ট্রাস্ট

ram temple

অযোধ্যা: গত ২২ জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রাম আবেগে ভাসছে গোটা দেশ৷ রামমন্দিরে৷ লাখ লাখ ভক্ত ভিড় জামাচ্ছেন অযোধ্যায়৷ এদিকে, মন্দিরে মোট ১০টি কাউন্টার খোলা হয়েছিল দান গ্রহণ করার জন্য। পাশাপাশি রয়েছে ‘অনলাইন ডোনেশনে’র ব্যবস্থাও। দু’হাত ভরে দান করেছেন রামলালার ভক্তরাও৷ জানা গিয়েছে, মঙ্গল এবং বুধ মিলিয়ে অন্তত ৫ লক্ষ ভক্তের সমাগম হয়েছে রামমন্দিরে। আর প্রথম দিনেই কয়েক কোটি টাকা জমা পড়েছে দানবাক্সে। তেমনটাই  জানাল রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের অছি পর্ষদ। প্রথম দিনেই সব মিলিয়ে এসেছে ৩ কোটি ১৭ লক্ষ টাকার দান৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =