লক্ষ্য বছরে ৫ কোটি পূণ্যার্থী! বিশ্বসেরা হওয়ার দৌড়ে সামিল এবার অযোধ্যা

লক্ষ্য বছরে ৫ কোটি পূণ্যার্থী! বিশ্বসেরা হওয়ার দৌড়ে সামিল এবার অযোধ্যা

ram temple

অযোধ্যা: রাম মন্দির উদ্বোধনের পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, ধর্মীয় ও আধ্যাত্মিক দুনিয়ায় বিশ্বের রাজধানী এবং পূণ্যার্থীদের এক নম্বর গন্তব্য হবে অযোধ্যা। সবচেয়ে বেশি দর্শনার্থী যাতে অযোধ্যায় আসে, সেটাই এখন লক্ষ্য যোগী সরকারের৷ বর্তমানে গোটা বছরে সবচেয়ে বেশি পুণ্যার্থী ভিড় জমান পাঞ্জাবের স্বর্ণমন্দিরে৷ এটি শিখ ধর্মাবলম্বীদের প্রধান তীর্থ ক্ষেত্র হলেও, সব ধর্মের মানুষই এখানে আসেন৷ বছরে সাড়ে তিন কোটি মানুষের ভিড় এই এই মন্দিরে৷  ভিড়ের নিরিখে  দ্বিতীয় স্থানে আছে তিরুপতি মন্দির। দক্ষিণ ভারতের এই মন্দিরে বছরে আড়াই কোটি ভক্ত সমাগত ঘটে৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসী বা কাশী অনেকটাই পিছিয়ে৷ উত্তরপ্রদেশ সরকার সূত্রে খবর, যোগী আদিত্যনাথ চাইছেন পূণ্যার্থীর ভিড়ে অযোধ্যাকে বিশ্বের এক নম্বর স্থানে পৌঁছে দিতে। সেই লক্ষ্যে গোটা অযোধ্যার খোলনলচে বদলে ফেলাও হচ্ছে৷ খ্রিস্টানদের পবিত্রভূমি ভাটিকান সিটিতে ফি বছরে ৯০ লক্ষ মানুষ ভিড় জমান। মক্কায় যান প্রায় দু কোটি মানুষ। সেখানে যোগী চাইছেন, অযোধ্যায় প্রতিবছর ভিড় জমান অন্তত পাঁচ কোটি মানুষ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =