অযোধ্যা: ২০২৪ সালের ১ জানুয়ারির মধ্যে তৈরি হয়ে যাবে অযোধ্যার রাম মন্দির। এমনই আশ্বাস দিয়েছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই অনুমান করাই যেতে পারে যে এখন রাম মন্দির নির্মাণের কাজ কত দ্রুত এগোচ্ছে। সেই ছবিই এখন প্রকাশ্যে এল। সমাজমাধ্যমে ধরা পড়েছে মন্দিরের নির্মীয়মাণ গর্ভগৃহের ছবি। জানা গিয়েছে, গর্ভগৃহের কাজ শেষ হতে হতে প্রায় সেপ্টেম্বর মাস। মন্দিরের বাকি অংশের কাজ ইতিমধ্যেই প্রায় শেষের পথে। রাম মন্দির ট্রাস্টের মহাসচিব চম্পত রাই এমন কথাই জানিয়েছেন।
আরও পড়ুন- অনুব্রত কন্যার ১৬ কোটির FD কালো টাকাতেই! জানতে পারল ইডি
গত মাসেই অযোধ্যার রাম মন্দির প্রাঙ্গনে যে শিলা দিয়ে রামের মূর্তি তৈরি হবে তা পৌঁছে গিয়েছে। এই শালিগ্রাম শিলা আনা হয়েছে নেপাল থেকে। দুটি শিলা এসে পৌঁছেছে অযোধ্যায়। মন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানান হয়েছে, নেপালের কালি গণ্ডক জলপ্রপাত থেকে আনা হয়েছে ওই দুই শিলা। একটির ওজন ৩০ টন এবং অপরটির ওজন প্রায় ১৪-১৫ টন। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের তরফে বলা হয়েছে, শালিগ্রাম শিলাকে হিন্দুধর্মে অত্যন্ত পবিত্র মনে করা হয়। নেপালের কালি গণ্ডক জলপ্রপাত এবং নদীবক্ষে এই বিশেষ ধরনের শিলা পাওয়া যায়। এই শিলাকে বিষ্ণুর প্রতীক হিসাবে বিবেচনা করা হয়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”তুরস্কে ভূমিকম্পের পর ভয়াবহ বন্যা! Earthquake-affected areas of Turkey hit by flash floods” width=”853″>
যে সময়ে উদ্বোধন হওয়ার কথা এই মন্দির তখন উদ্বোধন হলেও রাম মন্দিরের সমস্ত কাজ সম্পূর্ণ হবে না বলেই ধারণা। যদিও লোকসভা ভোটের আগে ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হবে বলেই অনুমান করছে সব মহল। প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা খরচ করে এই মন্দির ১০০ শতাংশ তৈরি হতে ২০২৪ সালে মাঝামাঝি হয়ে যেতে পারে। তার আগে মন্দিরের একাংশ ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। জানা গিয়েছে, মন্দির চত্বরে থাকবে একটি জাদুঘর, একটি গবেষণা প্রতিষ্ঠান এবং একটি আর্কাইভ।
जय श्री राम।
‘गृभगृह’ की तस्वीर, जहाँ प्रभु श्री रामलला विराजमान होंगे। pic.twitter.com/HtxSAayZi0
— Champat Rai (@ChampatRaiVHP) March 17, 2023