খুনের দায়ে ফের রাম রহিমের যাবজ্জীবন

খুনের দায়ে ফের রাম রহিমের যাবজ্জীবন

পাঁচকুলা: মড়ার ওপর খাঁড়ার ঘা৷ ২০১৭ সালে দুই শিষ্যাকে ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়া ইস্তক রোহতকের সুনারিয়া জেলে বন্দি গুরমিত রাম রহিম সিং৷ সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে খুনের দায়ে দু’বছর আগে যাবজ্জীবন কারাদণ্ডেও দণ্ডিত হয় রাম রহিম৷ এবার ১৯ বছরের পুরনো হত্যা-মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হল ডেরা সাচা সৌদা প্রধানকে৷

ডেরা সাচা সৌদার প্রাক্তন ম্যানেজার রণজিৎ কুমারকে খুনের দায়ে রাম রহিমের পাশাপাশি আরও চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি শুনিয়েছেন পাঁচকুলার বিশেষ সিবিআই আদালতের বিচারক৷ বাকি সাজাপ্রাপ্তরা হল- অবতার সিং, কৃষাণ লাল, যশবীর সিং ও সবদিল সিং৷ আর এক অভিযুক্ত ইন্দর সিং বিচারপর্ব চলাকালীন ২০২০ সালে মারা যান৷ বাকিদের গত ৮ অক্টোবর রণজিৎ সিংকে খুনের মামলায় দোষী সাব্যস্ত করে আদালত৷

যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানোর পাশাপাশি দোষী সাব্যস্তদের জরিমানাও করেছেন বিচারক৷ রাম রহিমকে ৩১ লক্ষ টাকা, সবদিলের ১.৫ লক্ষ টাকা, যশবীর ও কৃষাণের ১.২৫ লক্ষ টাকা ও অবতারের ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক৷ জরিমানা থেকে আদায় হওয়া অর্থের ৫০ শতাংশ খুন হওয়া ব্যক্তির পরিবার পাবে বলে জানিয়েছে বিশেষ সিবিআই আদালত৷ উল্লেখ্য, ডেরা সাচা সৌদার প্রাক্তন ম্যানেজারের পাশাপাশি রাম রহিমের শিষ্যও ছিলেন রণজিৎ৷ ২০০২ সালে তাঁকে গুলি করে খুন করা হয়৷ সিবিআইয়ের চার্জশিট মোতাবেক, ডেরা সাচা সৌদার প্রধানের বিশ্বাস ছিল, মহিলাদের কী ভাবে সে যৌন নির্যাতন করে, সেই বর্ণনা সংক্রান্ত বেনামি চিঠি ছড়িয়ে দেওয়ার নেপথ্যে ছিলেন রণজিৎ৷ সেই কারণেই ষড়যন্ত্র করে তাঁকে খুন করে রাম রহিম৷ রোহতকের জেল থেকে এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাজা শোনে ডেরা প্রধান৷ বাকি চার সাজাপ্রাপ্ত হাজির ছিল এজলাসে৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =