ফসল ফলাতে ৪২ দিনের ছুটির আবেদন ধর্ষক-বাবা রাম রহিমের

রোহতক: চাষ করার জন্য প্যারোলের আবেদন জানাল ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম৷ জোড়া ধর্ষণ-সহ সাংবাদিক খুনে দোষী সাব্যস্ত হওয়া সুনারিয়া জেলে কারাদণ্ড ভোগ করছে এই স্বঘোষিত ধর্মগুরু৷ জানা গিয়েছে, নিজের জমিতে চাষের জন্য রাম রহিম ৪২ দিনের প্যারোলের আবেদন জানিয়েছে৷ গুরমিত রাম রহিমের আবেদন ইতিমধ্যেই জেলা প্রশাসনকে পাঠিয়ে দিয়েছে জেল কর্তৃপক্ষ৷ জেলে রাম

ফসল ফলাতে ৪২ দিনের ছুটির আবেদন ধর্ষক-বাবা রাম রহিমের

রোহতক: চাষ করার জন্য প্যারোলের আবেদন জানাল ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম৷ জোড়া ধর্ষণ-সহ সাংবাদিক খুনে দোষী সাব্যস্ত হওয়া সুনারিয়া জেলে কারাদণ্ড ভোগ করছে এই স্বঘোষিত ধর্মগুরু৷

ফসল ফলাতে ৪২ দিনের ছুটির আবেদন ধর্ষক-বাবা রাম রহিমেরজানা গিয়েছে, নিজের জমিতে চাষের জন্য রাম রহিম ৪২ দিনের প্যারোলের আবেদন জানিয়েছে৷ গুরমিত রাম রহিমের আবেদন ইতিমধ্যেই জেলা প্রশাসনকে পাঠিয়ে দিয়েছে জেল কর্তৃপক্ষ৷ জেলে রাম রহিমের আচরণ সম্পর্কে রিপোর্ট পাঠান শীর্ষ আধিকারিকরা৷ জেল সুপার জানান, বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম জেলে সমস্ত আইন মেনে চলছে৷ এখনও পর্যন্ত তার বিরুদ্ধে বিধিভঙ্গের কোনও অভিযোগ এখনও আসেনি৷ এই রিপোর্ট পাওয়ার পরই সিরসা পুলিশ রাম রহিমের জমির খোঁজ পেতে রাজস্ব দপ্তরের সাহায্য চেয়েছে৷ রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে৷

দুই মহিলাকে ধর্ষণের দায়ে ডেরা সাচ্চা সৌদা প্রধানকে ২০ বছরের সাজা শুনিয়েছিল আদালত৷ পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত সাংবাদিক খুনে অভিযুক্ত রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে৷ ফলে, আতাত এই ধর্মগুরুর স্থায়ী ঠিকা বন্ধ কারাগার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − nineteen =