ram mandir
অযোধ্যা: এসে গেল সেই মহেন্দ্রক্ষণ৷ আর কিছুক্ষণের মধ্যেই প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার৷ বেজে উঠবে ১৮টি রাজ্যের ৫০টি সাবেকী বাদ্যযন্ত্র৷ ‘মঙ্গলধ্বনি’র মধ্যে দিয়ে শুরু হবে অযোধ্যার মন্দিরে রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’র প্রক্রিয়া। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে, এই ‘মঙ্গলধ্বনি’ ‘বিরলের মধ্যে বিরলতম’ এক সঙ্গীতানুষ্ঠান। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত রামমন্দির প্রাঙ্গনে চলবে এই বিশেষ সঙ্গীতানুষ্ঠান। দু’ঘণ্টার অনুষ্ঠানে ১৮টি রাজ্যের ৫০টি বাদ্যযন্ত্র বাজানোর এই যে কর্মযজ্ঞ, তার দায়িত্বে রয়েছেন অযোধ্যার যতীন্দ্র মিশ্র৷ এই ৫০টি বাদ্যযন্ত্রের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের শ্রীখোল৷