রাম মন্দিরের ভিত্তি প্রস্তরের উপর ভোট রাজনীতির সমীকরণ কষছে গেরুয়া শিবির

রাম মন্দিরের ভিত্তি প্রস্তরের উপর ভোট রাজনীতির সমীকরণ কষছে গেরুয়া শিবির

 

নয়াদিল্লি: গত তিন দশক ধরে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র বিন্দুতে রয়েছে ‘রাম মন্দির’৷ এই অতিমারির মধ্যেও বিজেপি যে রাম মন্দিরের ভূমি পুজো নিয়ে অত্যুৎসাহী হবে, তাতে বিস্ময়ের কিছু নেই৷ 

আগামী ৫ অগস্ট এক গভীর ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে রাম জন্মভূমি৷ গত নভেম্বরে বাবরি মসজিদের ধ্বংসক্ষেত্রে মন্দির নির্মাণের ছাড়পত্র দেয় সুপ্রিম কোর্ট৷ সেই রায়েই সরযূর তীরে অযোধ্যা নগরীর পূণ্য ভূমিতে ৪০ কেজি ওজনের রুপোর ইট দিয়ে রামলালার মন্দিরের শিলান্যাসের অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ 

আরও পড়ুন- কেমন হবে নতুন রাম মন্দিরের চেহারা? নকশা প্রকাশ কেন্দ্রের

রাম মন্দিরের শিলান্যাসের জন্য ৫ অগাস্ট দিনটি বেছে নেওয়ার ঘটনাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷ কারণ, ঠিক এক বছর আগে ২০১৯ সালের ৫ অগাস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করে আরও একটি হিন্দুত্ব অ্যাজেন্ডা পূরণ করেছিল নরেন্দ্র মোদী সরকার৷ এবার আরও একটি প্রতিশ্রুতি পূরণের সময় উপস্থিত৷ 

এদিকে, ২০২২ সালে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন৷ ভোটের লড়াইয়ে বিজেপির মূল অস্ত্র যে রাম মন্দির হবে তা সবাই জানে। মন্দিরের নির্মাণ কাজ শেষ হতে ২০২৪ পর্যন্ত সময় গড়ালেও, হিন্দি বলয়ের সবচেয়ে বড় রাজ্যের রাজনীতির উপর রাম মন্দিরের প্রভাব যে কতটা গভীর হবে, তা আর বলার অপেক্ষা রাখে না৷ 

আরও পড়ুন- অযোধ্যার রাম-মন্দিরের অন্দরে করোনা থাবা, আক্রান্ত আরও এক পুরোহিত

দীর্ঘ ১৫ বছর পর ২০১৭ সালে উত্তর প্রদেশে বিধানসভা ভোটে জিতে ক্ষমতায় আসে বিজেপি৷ কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টিকে হারিয়ে রাজ্যে ক্ষমতা দখল করে গেরুয়া শিবির৷ কিন্তু ১৯৯৩ সালে বাবরি মসজিদ ধ্বংসের পর যখন হিন্দুত্ববাদের ঘোড়ায় সওয়ার হয়ে টগবগিয়ে ছুটছিল বিজেপি’র রথ, তখন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের প্রাপ্তি ছিল ৪০৩টির মধ্যে মাত্র ১৭৭টি আসন৷ সেই বছর ক্ষমতায় এসেছিল এসপি-বিএসপি জোট৷ এর পর উত্তর প্রদেশের উপর দিয়ে গড়িয়েছে রাজনীতির বহু জল৷

আরও পড়ুন- স্বাধীন ভারতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা হ্রাস, গ্রেফতার ৫০-এর বেশি সাংবাদিক

২০১৪ সালে লোকসভা নির্বাচনের পর থেকে উত্তরপ্রদেশে ঘুরতে থাকে বিজেপি’র ভাগ্যের চাকা৷ বারাণসী কেন্দ্র থেকে জিতে প্রধানমন্ত্রীর গদিতে বসেন নমো৷ উত্তরপ্রদেশে বিধান সভা নির্বাচণের পরেই রয়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচন৷ ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এসেছিল কংগ্রেসি শাসন পরিবর্তনের জোয়ার৷ কংগ্রসের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছিলেন নরেন্দ্র মোদীকে৷ ২০১৯ সালের নির্বাচনে ছিল ‘মোদীত্ব’-র জোয়ার ৷ আর ২০২৪ সালের নির্বাচনের আগে বিজেপি’র মুকুটে থাকবে রাম মন্দিরের পালক৷ থাকবে ৩৭০ ধারা বিলোপের কৃতিত্ব, তিন তালাক অবলুপ্তির মতো অস্ত্র৷ হিন্দুত্বের ধ্বজা হাতেই আরও একবার দিল্লির মসনদ দখলের লড়াইয়ে নামবে পদ্ম শিবির৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =