রামলালাকে সাষ্টাঙ্গে প্রণাম, চরণামৃত খেয়ে ১১ দিনের ব্রত ভাঙলেন মোদী

রামলালাকে সাষ্টাঙ্গে প্রণাম, চরণামৃত খেয়ে ১১ দিনের ব্রত ভাঙলেন মোদী

ram mandir

অযোধ্যা: রামমন্দির উদ্বোধনের আগে ১১ দিনের ‘কঠিন ব্রত’ পালন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর উপবাস ভাঙলেন তিনি৷ পুজো অর্চনা শেষে দেখা গেল গ্লাস থেকে চামচে করে একটি তরল বস্তু প্রধানমন্ত্রীকে খাইয়ে দিচ্ছেন ট্রাস্টের সদস্য গোবিন্দদাস গিরি মহারাজ। ওই তরল আসলে চরণামৃত৷ রামের চরণামৃত খাইয়েই প্রধানমন্ত্রীর ব্রত ভঙ্গ করলেন রামমন্দিরের পুরোহিত৷ 

সোমবার ৮৪ সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী। তার পরে গর্ভগৃহে নিজের হাতে আরতি করেন তিনি। আরতি শেষে রামলালার মূর্তির সামনে সাষ্টাঙ্গে প্রণাম করেন প্রধানমন্ত্রী। রামমন্দির উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে রামমন্দিরের রেপ্লিকা তুলে দে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 1 =