গর্ভগৃহে রাম লালার পুজোয় বসলেন নমো, ১২ টা ২৯ মিনিটে প্রাণ প্রতিষ্ঠা

গর্ভগৃহে রাম লালার পুজোয় বসলেন নমো, ১২ টা ২৯ মিনিটে প্রাণ প্রতিষ্ঠা

ram mandir

অযোধ্যা: সকাল ১২টা বেজে ৫ মিনিট। শুরু হয়ে গেল নব নির্মিত রাম মন্দিরে রামলালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক পুজো ও উপাচার৷ রামলালার প্রাণ প্রতিষ্ঠার পুজোয় বসেছেন শ্রীরামজন্মভূমি তীর্থ ট্রাস্টের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। রয়েছেন অন্যান্য আচার্যরা৷ রামমন্দিরে ঢুকে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাতে পুজোর ডালা নিয়ে ধীরে ধীরে গর্ভগৃহের দিকে এগিয়ে যান তিনি। ‘প্রাণপ্রতিষ্ঠা’ হতে চলেছে রামলালার বিগ্রহে। মন্দিরে রয়েছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরের ভিতরে আসন পেতে বসেছেন। তিনিই এই পুজোর মুখ্য যজমান৷ বৈদিক মতে শুরু হয়ে গিয়েছে অযোধ্যায় বালক রামের পুজো। বাইরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যা শহর৷ প্রতিটি উঁচু বাড়ির মাথায় বিশেষ রাইফেল পাহারা দিচ্ছে স্নাইপার। আকাশে নিরন্তর উড়ছে অত্যাধুনিক নজরদারি ড্রোন। অন্যদিকে, রামমন্দির উদ্বোধনের পুণ্য লগ্নে আকাশ থেকে পুষ্পবৃষ্টি করা হচ্ছে৷ হেলিকপ্টার থেকে ফুল ছড়ানো হচ্ছে অযোধ্যার উপর৷ উপস্থিত রয়েছেন সস্ত্রীক শিল্পপতি মুকেশ আম্বানি, রয়েছেন শচীন তেন্ডুলকর ও বিগ বি সব বলিউডের একঝাঁক তারকা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =