লকডাউন আহবে রাম মন্দিরের ভূমিপুজো, রাজ্যজুড়ে চাপা উত্তেজনা

লকডাউন আহবে রাম মন্দিরের ভূমিপুজো, রাজ্যজুড়ে চাপা উত্তেজনা

00eca8ad81d43573a8f7b41eff005e78

 
কলকাতা: অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোর অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। আর বুধবার রাজ্যজুড়ে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই নিয়ে গেরুয়া শিবিরের সঙ্গে শাসক দলের চাপা উত্তেজনা প্রথম থেকেই বিরাজ করছিল। লকডাউন উপেক্ষা করে গেরুয়া শিবির ভূমিপুজোকে উপলক্ষ্য করে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করেছে৷ আর এই ঘটনা ঘিরে চাপা উত্তেজনা তৈরি হয়েছে৷ তবে, যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে প্রশাসন৷ চলছে কড়া নজরদারি৷

বুধবার সকালে, নিউ টাউনে ভূমিপুজো উপলক্ষে এক অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ তুলেছে বিজেপি৷ মঙ্গলবার থেকেই রাজারহাটের নারায়ণপুরের এক মন্দিরে ভূমি পুজো উপলক্ষে পুজো ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, এই মন্দিরের অনুষ্ঠান ভেস্তে দেওয়ার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে৷

তবে রাজ্যের বিভিন্ন জায়গায় নানা ভাবে ভূমিপুজোর অনুষ্ঠানকে স্মরণ করার চেষ্টা করেছে গেরুয়া বাহিনী। বারুইপুরে শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে, বাজি ফাটিয়ে, জয় শ্রী রাম ধ্বনি দেওয়া হয় ভূমিপুজো উপলক্ষে। জানা গিয়েছে, বারুইপুর আমতলা রোডের জোড়া দোকান এলাকায় লকডাউন ভেঙে বহু মানুষ জড়ো হয়েছিলেন। উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগণার বিজেপির জেলা সভাপতি সুফল ঘাটু। সেখানে রামচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলের পাশাপাশি বেপরোয়াভাবে বাজি ফোটানো হয়। রাজ্যের বিভিন্ন এলাকায় রামমন্দিরের ভূমিপুজো উপলক্ষ্যে ব্যানার লাগানো হয়েছে। বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ ব্যানার ছিঁড়ে, শান্তিপূর্ণ জমায়েতে হামলা চালানোর চেষ্টা করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *