ভিড়ের চাপে বদলে গেল রামলালার দর্শনের সময়, বন্ধ ট্রেন-সড়কপথ

ভিড়ের চাপে বদলে গেল রামলালার দর্শনের সময়, বন্ধ ট্রেন-সড়কপথ

কলকাতা: সোমবার মহাসমারোহে দ্বারোদ্ঘাটন হয় রামমন্দিরের৷ রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেদিন অবশ্য সাধারণের মন্দিরে আসার অনুমতি ছিল না৷ মঙ্গল থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা৷ আর প্রথম দিনের দর্শনেই পাঁচ লক্ষের বেশি মানুষ ভিড় জমান রামমন্দিরে। সেই ভিড় সামলাতে গিয়ে নাজেহাল হতে হয়েছে পুলিশ-প্রশাসন। দর্শনার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে৷ যার জেরে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। গতকালের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নতুন নিয়ম আনল অযোধ্যা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত রামলালার দর্শনের অনুমতি দেওয়া হয়৷ আর বুধবার সকাল ৬টা থেকেই খুলে দেওয়া হয় মন্দিরের দরজা৷  দর্শন চলবে রাত ১০টা পর্যন্ত। মাঝে সাড়ে ১১টায় ভোগ আরতি এবং সন্ধ্যা সাড়ে ৭টায় সন্ধ্যারতির সময়ে কিছুক্ষণের জন্য দর্শন বন্ধ থাকবে৷ তবে মন্দির প্রাঙ্গনে প্রবেশে কোনও বাধা থাকবে না৷ তবে বাড়তে ভিড় রুখতে বন্ধ রাখা হয়েছে ট্রেন ও সড়ক পথ৷ পাশের জেলা বরাবাঁকিতে অনেক পুণ্যার্থীকে আটাকানো হয়েছে৷ তাঁদের পাঠানো হয়েছে লখনউ৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *