মন্দিরের গর্ভগৃহে বসল রামলালার মূর্তি, ঝুঁকি এড়াতে রবিতেই অযোধ্যায় পৌঁছে যেতে পারেন মোদী

মন্দিরের গর্ভগৃহে বসল রামলালার মূর্তি, ঝুঁকি এড়াতে রবিতেই অযোধ্যায় পৌঁছে যেতে পারেন মোদী

নয়াদিল্লি: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে দেশজুড়ে উৎসবের মেজাজ৷ মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে রামলালা বা শিশু রামের মূর্তি প্রতিষ্ঠার প্রস্তুতি৷  প্রতিদিনই চলছে আচার-অনুষ্ঠান৷ বৃহস্পতিবার প্রভু রামের নতুন মূর্তি মন্দিরের একতলায় গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয়৷ তবে সোমবার ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার মন্দির উদ্বোধন এবং মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পুজোয় অংশ নেবেন৷ এই অনুষ্ঠানে যোগ দিতে সোমবার সকালে দিল্লি থেকে অযোধ্যা যাওয়ার কথা ছিল তাঁর৷ তবে কুয়াশার কারণে প্রায় রোজই বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে৷  সেই কারণেই তিনি ঝুঁকি নিতে নারাজ৷ তাই শোনা যাচ্ছে, রবিবার দুপুরের পরই হয়তো অযোধ্যা পৌঁছে যাবেন মোদী৷ রবিবার বেলা ১২টা থেকে শুরু হবে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পর্ব৷ পুজোয় বসার আগে সরযূ নদীতে স্নান করবেন প্রধানমন্ত্রী৷ 

বৃহস্পতিবারই রামলালার মূর্তি গর্ভগৃহে স্থাপন করা হলেও মূর্তির উপর থেকে পর্দা উন্মোচন করা হয়নি৷ প্রাণ প্রতিষ্ঠার পরই মিলবে দর্শনের সুযোগ৷ মূর্তিটি গর্ভগৃহে বসানোর আগে প্রায় চার ঘণ্টা ধরে পূজা অর্চনা করা হয়৷ অনেকেই প্রশ্ন করেছেন অস্থায়ী রাম মন্দিরে স্থাপিত আসল রামলালার মূর্তিটির কী হবে? জানা গিয়েছে, সেটি আকারে ছোট হওয়ার মন্দিরে উপরের তলায় রাখা হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *