স্বাধীনতা থেকে রাখী বন্ধন, কী বার্তা দিলেন মোদি-মমতা?

নয়াদিল্লি ও কলকাতা: স্বাধীনতা দিবস ও রাখী বন্ধন উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘‘আমার প্রিয় দেশবাসীকে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শুভকামনা জানাই৷ জয় হিন্দ৷’’ টুইটে বার্তাও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাখী বন্ধন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘রাখী বন্ধনের শুভ অনুষ্ঠানে সকলকে আন্তরিক শুভেচ্ছা৷’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লেখেন,

স্বাধীনতা থেকে রাখী বন্ধন, কী বার্তা দিলেন মোদি-মমতা?

নয়াদিল্লি ও কলকাতা: স্বাধীনতা দিবস ও  রাখী বন্ধন উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘‘আমার প্রিয় দেশবাসীকে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শুভকামনা জানাই৷ জয় হিন্দ৷’’ টুইটে বার্তাও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

রাখী বন্ধন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘রাখী বন্ধনের শুভ অনুষ্ঠানে সকলকে আন্তরিক শুভেচ্ছা৷’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লেখেন, ‘‘আমার সকল ভাই বোনেদের জানাই রাখী বন্ধন উৎসবের আন্তরিক শুভেচ্ছা। আজ সংস্কৃতি দিবসও। আসুন সকলে মিলে এই উৎসবে যোগদান করি৷’’

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘স্বাধীনতা দিবসে আমাদের মহান দেশকে প্রণাম। সকল দেশবাসী ও মহিলাদের জানাই শুভেচ্ছা। রাজনৈতিক, অর্থনৈতিক ও মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার আমাদের সকলকে রক্ষা করতে হবে। এই অধিকার যদি কেড়ে নেওয়া হয়, আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ করতে হবে তা ফিরিয়ে নেওয়ার জন্য গণতন্ত্র আমাদের এক অমূল্য সম্পদ। আসুন আমরা শপথ নিই যে আমরা দেশকে ভাগ করব না, বরং ঐক্য বজায় রাখবো। জাতি-ধর্ম নির্বিশেষে আমরা সকলে ভারতীয়। আমাদের সংবিধানের প্রণেতারা ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *