নয়াদিল্লি: রাজ্যসভায় ভোট হওয়ার কথা ছিল অনেক আগেই। কিন্তু তা স্থগিত হয়ে যায় করোনা ভাইরাস অতিমারির কারণে। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু হয় ভোটযুদ্ধ৷ ১০টি রাজ্যের আসন নিয়ে বেশ টানটান লড়াই শেষে মিলেছে ফলাফল৷
নির্বাচনকে কেন্দ্র করে অনেক আগে থেকেই শাসক দল এবং বিরোধী পক্ষের মধ্যে নানান বিষয় নিয়ে বিতর্ক লেগেছিল৷ প্রধান বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, টাকা দিয়ে তাদের দল ভাঙানোর চেষ্টা করছে বিজেপি৷ কিনে নেওয়ার চেষ্টা চলছে বিধায়কদের৷ গুজরাট এবং রাজস্থানে এই নিয়ে সবথেকে বেশি জলঘোলা চলে৷ গুজরাটে কংগ্রেসের বরিষ্ঠ নেতা আহমেদ প্যাটেলের আসন দখল করার প্রাণপণ চেষ্টা চালিয়েছিল গেরুয়া বাহিনী, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়।
এখনও পর্যন্ত ভোটের ফলাফল বলছে, ঝাড়খণ্ডে একটি করে আসনে জয়ী হয়েছে বিজেপি ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা৷ অন্ধ্রপ্রদেশে ৪টি আসনেই জয়ী ওয়াইএসআর কংগ্রেস? মধ্যপ্রদেশে বিজেপি জয়ী ২টি আসনে, কংগ্রেস একটি আসনে জয়ী৷ রাজস্থানে কংগ্রেস জয়ী ২টি আসনে, বিজেপি জয়ী একটি আসনে৷