রাতভর ধর্না, সকালে সাসপেন্ড ৮ সাংসদকে চা খাওয়ালেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান

রাতভর ধর্না, সকালে সাসপেন্ড ৮ সাংসদকে চা খাওয়ালেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান

নয়াদিল্লি: রাজ্যসভা থেকে ৭ দিনের জন্য ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন-সহ ৮ সংসদকে সাসপেন্ড করেছিলেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু৷ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে হেনস্থার অভিযোগ তুলে ৮ সংসদকে সাসপেন্ড করা হয়৷ প্রতিবাদে সারারাত সংসদের গান্ধীমূর্তির পাদদেশে ধর্না দেয় সাসপেন্ড হওয়া ৮ সাংসদ৷ বুধবার সকালে সাসপেন্ড ৮ সাংসদকে নিজের হাতে চা খাওয়ালেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান৷

কৃষি বিল পাস করানোকে কেন্দ্র করে রবিবার রাজ্যসভায় তুলকালাম বাধে৷ ৮ সাংসদকে ৭ দিনের জন্য সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু৷ কিন্তু, সাসপেন্ড হওয়ার পরও সভাকক্ষ ছাড়তে অস্বীকার করেন ৮ সাংসদ৷ সোমবার নতুন করে বিতর্ক তৈরি হতেই দুপুরে অধিবেশন মুলতবি হয়ে যায়৷ পরে সভাকক্ষ ছেড়ে গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সঞ্জয় সিং, রাজু সাতাব, সইদ নাজির হুসেন ও রিপুন বোরা,কে কে রাগেশ ও ইলামারান করিম৷

রাতভর সাংসদের ধর্নায় জন্য সাংসদরা বিভিন্ন খাবারও পাঠাতে থাকেন অন্য সাংসদরা৷ পাশাপাশি একটি অ্যাম্বুলেন্সও তৈরি রাখা হয়৷  বিক্ষোভকারী সাংসদদের সঙ্গে দেখা করেন ফারুক আবদুল্লা থেকে শুরু করে দেবগৌড়া, জয়া বচ্চন, আহমেদ প্যাটেল৷ প্রায় চার ঘণ্টায় ধর্নায় বসেন কংগ্রেস দিগ্বিজয় সিং৷ সাংসদদের সঙ্গে দেখা করেন শশী থারুর৷

আজ বুধবার সকালে ৮ সাংসদের সঙ্গে দেখা করেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং৷ নিজে হাতে ৮ সাংসদকে চা নিয়ে আসেন৷ সাংসদের সঙ্গে ধর্না মঞ্চে বসে চা ভাগ করে দেন৷ সাতসকালে ডেপুটি চেয়ারম্যানের চা-চক্র প্রসঙ্গে কংগ্রেস সাংসদ রিপুন বোরা জানিয়েছেন, তিনি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে আসেনি, সহকর্মী হিসেবে চা এনেছিলেন৷ আমাদের জন্য চা ও স্ন্যাকও নিয়ে এসেছিলেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + twelve =