rajnath
নয়াদিল্লি: ভারতের অরুণাচল প্রদেশ রাজ্য নিয়ে চিনের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক খুব আহামরি নয়। দীর্ঘ সময় ধরেই এই অঞ্চল নিয়ে সংঘাতের আবহ। তবে বর্তমান মোদী সরকার কখনই অরুণাচল নিয়ে চিনের বিরুদ্ধে নমনীয় হয়নি। সম্প্রতি জানা গেল, অরুণাচল সফরে যাচ্ছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। না, সেখানে কোনও বিবাদের চিত্র নেই। তিনি যাচ্ছেন জওয়ানদের সঙ্গে দশেরা পালন করতে।
সরকার সূত্রে খবর, রাজ্যে ভারত-চিন যুদ্ধের আরও একটি স্মারক তৈরি হচ্ছে যা প্রথমবারের জন্য তৈরি করছে রাজ্য সরকার। আগের সব স্মারক সেনার তৈরি করা। এশিয়ান গেমসে রাজ্যের তিন উশু খেলোয়াড়কে ভিসা দেয়নি চিন। সেই ঘটনার পরই সরকারি উদ্যোগে ভারত-চিন যুদ্ধ স্মারকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আর দেশের প্রতিরক্ষামন্ত্রী এই আবহেই যাচ্ছেন রাজ্যে। জানা গিয়েছে, ২৪ অক্টোবর তাওয়াং এসে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পারে বুম লা সেনা শিবিরও যাবেন তিনি। তারপর আসবেন আসাম হিল ও বুম লাতে। সেখানে মোতায়েন জওয়ানদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে তিনি তাওয়াংয়ে ফিরে যুদ্ধ স্মারকে শ্রদ্ধা জানাবেন। ওখানেই সেনার সঙ্গে দশেরা পালন করার কথা প্রতিরক্ষামন্ত্রীর।
উল্লেখ্য, চিনে আয়োজিত এশিয়ান গেমসে অরুণাচলের তিন উশু খেলোয়াড়ের ভিসা দেয়নি চিন। তা নিয়ে রাজনৈতিক মহলে বিরাট হইচই হয়। ভারত ব্যাপক প্রতিবাদ জানায় এই ঘটনার। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর চিন সফরও বাতিল করেন। যদিও চিনের তরফে কোনও অকাট্য যুক্তি দেওয়া হয়নি এই ভিসা বাতিলের।