নয়াদিল্লি: চিনের সঙ্গে সীমান্ত সমস্যা আবহেই যুদ্ধ ক্ষেত্রে আরো একপ্রস্থ শক্তিবৃদ্ধি ভারতের। ফ্রান্স থেকে ৭০০০ কিলোমিটার পথ অতিক্রম করে বুধবার হরিয়ানার আম্বালা বিমান ঘাঁটিতে অবতরণ করল নতুন পাঁচটি রাফাল যুদ্ধ বিমান। এদিন বিষয়টি টুইট করে নিশ্চিত করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ভারতের সামরিক ইতিহাসে যুদ্ধবিমানগুলি একটি নতুন যুগ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে। যেসব দেশ ভারতের জাতীয় অখণ্ডতার ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাদের জন্য এটি অবশ্যই উদ্বেগের কারণ হয়ে উঠবে।
রাফাল যুদ্ধবিমানের আগমনে উচ্ছসিত প্রতিরক্ষা মন্ত্রী বলেন,”আমি অত্যন্ত আনন্দিত যে আইএএফের যুদ্ধক্ষমতা সঠিক সময়ে বৃদ্ধি পেয়েছে৷ পাখিরা নিরাপদে অম্বালায় অবতরণ করেছে। ভারতের মাটিতে রাফাল যুদ্ধ বিমানের পদার্পণ আমাদের সামরিক ইতিহাসে একটি নতুন যুগের সূচনা করেছে। এই বহুমাত্রিক বিমানগুলি বিমান বাহিনীর ক্ষমতায় বৈপ্লবিক পরিবর্তন ঘটাবে৷ প্রতিরক্ষামন্ত্রী টুইট লিখেছেন, “আমি আরও বলতে চাই, যদি কেউ ভারতীয় বিমানবাহিনীর এই নতুন সামর্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ বা সমালোচনা করেন তাহলে এঁরা তাঁরাই, যারা আমাদের আঞ্চলিক অখণ্ডতার ক্ষেত্রে বিপজ্জনক।” প্রতিরক্ষা মন্ত্রী রাফাল যুদ্ধবিমানের বিমান ঘাঁটিতে অবতরণের একটি ভিডিওও টুইট করেছেন।
রাফালের উৎকর্ষতা এবং এই সিদ্ধান্তের সমালোচনা প্রসঙ্গেও টুইটের উল্লেখ করেছেন রাজনাথ সিং। তিনি লিখেছেন,“আইএএফের প্রয়োগ সংক্রান্ত প্রয়োজনীয়তা পূরণের পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরেই রাফালের বিমানগুলি কেনা হয়েছে। এই প্রচেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের জবাব ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং নিষ্পত্তি করা হয়েছে। ” বহুমাত্রিক এই যুদ্ধবিমানের প্রশংসা করে তিনি বলেন, জেটগুলিতে এমন রাডার এবং অন্যান্য সেন্সর রয়েছে যা বিশ্বসেরা। এই এয়ারক্র্যাফ্টটির ওড়ার ক্ষমতা দারুন এবং এর অস্ত্র, রাডার, অন্যান্য সেন্সর এবং ইলেকট্রনিক যুদ্ধক্ষমতা বিশ্বের সেরা। ভারতে এর পদার্পণ আমাদের দেশের জন্য যে কোনও হুমকির আশঙ্কা রোধ করতে আইএএফকে আরও শক্তিশালী করবে।
একটি আন্তঃসরকারী চুক্তির মাধ্যমে ফ্রান্স থেকে রাফালে জেটগুলি কেনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন প্রতিরক্ষামন্ত্রী। এ প্রসঙ্গে তিনি টুইটে লিখেছেন “ফ্রান্সের পক্ষ থেকে প্রস্তুতি পর্ব দীর্ঘায়িত হওয়ার পরে ফ্রান্সের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আভ্যন্তরীন চুক্তির মাধ্যমেই রাফাল জেটগুলি কেনা হয়েছে। আমি তাঁর এই সাহস ও সিদ্ধান্ত গ্রহণের জন্য তাকে ধন্যবাদ জানাই। “