নয়াদিল্লি: সামুদ্রিক নিরাপত্তায় সম্প্রতি আরও গুরুত্বপূর্ণ এবং আরও বেশি নির্ভরশীলতা অর্জন করেছে ভারতীয় বায়ুসেনা। বৃহস্পতিবার নৌবাহিনীর কমান্ডার সম্মেলনে ভারত মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চলে দৃশ্যমানতা, বিশ্বাসযোগ্যতা এবং প্রতিক্রিয়াশীল উপস্থিতি বৃদ্ধির জন্য ভারতীয় নৌবাহিনীর ভূয়শী প্রশংসা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার ভারতীয় নৌবাহিনীর এই অনুষ্ঠানে নৌবাহিনীর কম্যান্ডারদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী।
রাজনাথ সিংয়ের সঙ্গে সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট, প্রতিরক্ষা সচিব এবং প্রতিরক্ষা মন্ত্রকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও। এই বৈঠকে রাজনাথ সিং বলেন ভারতীয় নৌবাহিনীর অফিসার এবং নাবিকরা গত তিন বছরে তাঁদের কাজের প্রতি নিষ্ঠা এবং চূড়ান্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। এর সঙ্গেই তিনি ভারতের নৌবাহিনীকে আরও ৩৯টি বন্ধু দেশের সঙ্গে মিলানে অংশগ্রহণ করার জন্য অভিনন্দন জানিয়েছেন বলেও খবর। এদিন তিনি আরও বলেন, ‘নৌসেনাদের নিরন্তর প্রচেষ্টার কারণেই আজ বিশ্ব জগতে ভারতীয় নৌসেনা এই দৃশ্যমানতা অর্জন করেছেন এবং বর্তমানে তাঁরা পছন্দের নিরাপত্তার অংশীদার হিসেবে বিশ্বের কাছে বিবেচিত হয়েছে। এটা নিঃসন্দেহে ভারতীয় নৌসেনার কাছে অত্যন্ত বড় একটি প্রাপ্তি। এছাড়া দেশের অভ্যন্তরীণ সামুদ্রিক পথে বিভিন্ন অভিযান চালিয়ে যেভাবে একের পর এক নাশকতা এবং মাদক দ্রব্যের সরবরাহের রাস্তা অবরুদ্ধ করেছে তা রীতিমতো প্রশংসনীয়।
এদিনের এই বৈঠকে রাজনাথ সিং আত্মনির্ভর ভারতে ভারতীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথাও বলেছেন। তাঁর দাবি, আত্মনির্ভর ভারতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারতীয় নৌ-বাহিনী। কারণ নৌবাহিনীতে মূলধন বাজেটের ৬৪ শতাংশেরও বেশি তারা তাদের নিজস্ব অর্থনীতিতে পুনর্বিনিয়োগ করছে যা চলতি আর্থিক বছরের দেশীয় ক্রয় ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে বাধ্য। এছাড়া নতুন যে চল্লিশটি জাহাজ ও সাবমেরিনের মধ্যে ৩৯ টি ভারতীয় শিপইয়ার্ডে তৈরি করা হচ্ছে সেই নিয়েও তিনি আনন্দ প্রকাশ করেন। এই প্রসঙ্গে তিনি বলেন ভারত নিজস্ব কার্যপ্রবাহের জন্য যে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে তাতে ভারতীয় নৌবাহিনীর উপর ভরসা করা আরও বেশি সহজ এবং গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে। এতে ভবিষ্যতে ভারতীয় নৌবাহিনীকে আরও বেশি সফলতা এনে দেবে এবং সেইসঙ্গে সামুদ্রিক শক্তিও দেশের অর্থনৈতিক সশক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে।