শহিদ জওয়ানদের কফিন বইলেন রাজনাথ

পুলওয়ামায় শহিদ সেনাদের কফিন বহন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও জম্মু কাশ্মীর পুলিশের আধিকারিক দিলবাগ সিং৷ এদিন জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন, ‘বদলা’ নিতে যা করার, করবে সরকার৷ শুক্রবার জাতীয় পতাকার মোড়া কফিন কাঁধে নিলেন তিনি৷ কফিনের অন্যদিকে ছিলেন পুলিশের ডিরেক্টর জেনারেল, সঙ্গ দেন অন্যান্য আধিকারিকরা৷ আজ দুপুরে শ্রীনগর পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সেখান

শহিদ জওয়ানদের কফিন বইলেন রাজনাথ

পুলওয়ামায় শহিদ সেনাদের কফিন বহন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও জম্মু কাশ্মীর পুলিশের আধিকারিক দিলবাগ সিং৷ এদিন জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন, ‘বদলা’ নিতে যা করার, করবে সরকার৷ শুক্রবার জাতীয় পতাকার মোড়া কফিন কাঁধে নিলেন তিনি৷

কফিনের অন্যদিকে ছিলেন পুলিশের ডিরেক্টর জেনারেল, সঙ্গ দেন অন্যান্য আধিকারিকরা৷ আজ দুপুরে শ্রীনগর পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সেখান থেকে বদগাঁও এ শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি৷

পুলওয়ামায় জম্মু কাশ্মীর জাতীয় সড়কে ৩৫০ কেজি বোঝাই বিস্ফোরক নিয়ে সেনাবাহিনীর কনভয়ে ঢুকে হামলা চালায় জঙ্গিরা। পুলওয়ামায় হামলার নিন্দা করে এককাট্টা হয়েছে দেশ। হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ৷ আজ সিআরপিএফের তরফে জানানো হয়েছে, ‘‘ঘৃন্য হামলার বদলা নেওয়া হবে৷’’ কেন্দ্রীয় বাহিনীর তরফে ট্যুইটে লেখা হয়, ‘‘আমরা ভুলব না, আমরা ছেড়ে দেব না৷ আমরা পুলওয়ামায় শহিদ জওয়ানদের স্যালুট জানাচ্ছি৷ আমাদের শহিদ ভাইদের পরিবারের পাশে থাকব আমরা৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + sixteen =