গ্রেপ্তারি এড়াতে বাংলায় ফেরার আর্জি রাজীবের, মিটব সমস্যা?

নয়াদিল্লি: গ্রেপ্তারি এড়াতে এবারে নিজের নতুন দপ্তর থেকে ছুটির আর্জি জানালেন রাজীব কুমার৷ সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখে রাজীব কুমার আগামী ২৪ তারিখ পর্যন্ত লিভ চায়েছেন৷ গ্রেপ্তারি এড়াতে ও আইনি প্রক্রিয়া চালাতে ছুটি নিয়ে কলকাতায় ফিরতে চান৷ কিন্তু, কেন এই তৎপরতা? কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তাঁর জামিনের আবেদন করার মেয়াদ বাড়ানোর যে আবেদন করেছিলেন, শীর্ষ

গ্রেপ্তারি এড়াতে বাংলায় ফেরার আর্জি রাজীবের, মিটব সমস্যা?

নয়াদিল্লি: গ্রেপ্তারি এড়াতে এবারে নিজের নতুন দপ্তর থেকে ছুটির আর্জি জানালেন রাজীব কুমার৷ সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখে রাজীব কুমার আগামী ২৪ তারিখ পর্যন্ত লিভ চায়েছেন৷ গ্রেপ্তারি এড়াতে ও আইনি প্রক্রিয়া চালাতে ছুটি নিয়ে কলকাতায় ফিরতে চান৷ কিন্তু, কেন এই তৎপরতা?

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার তাঁর জামিনের আবেদন করার মেয়াদ বাড়ানোর যে আবেদন করেছিলেন, শীর্ষ আদালত তা মঙ্গলবার খারিজ করে দেয়। জামিন নেওয়ার জন্য তাঁকে নিম্ন আদালতে আবেদন করতেও বলে সুপ্রিম কোর্ট৷ এর আগে তাঁকে গ্রেপ্তার না করার রক্ষকবচ সরিয়ে নিয়ে সুপ্রিম কোর্ট বলেছিল, সাতদিনের মধ্যে উপযুক্ত আদালতে রাজীব কুমারকে আগাম জামিনের আবেদন করতে হবে৷ কিন্তু পশ্চিমবঙ্গের আদালতগুলিতে এখন কর্মবিরতি চলছে৷ কর্মবিরতির মেয়ার ২৪ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে৷

এই যুক্তিতে তাঁর আইনজীবী আবেদন জানান, তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হোক৷ সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চ তাঁর সেই আবেদন গ্রাহ্য করেনি৷ গত ১৭ তারিখ সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, এবার চাইলে সিবিআই রাজীবকে গ্রেপ্তার করতে পারে৷ ৭ দিনের অন্তর্বর্তী জামিন দেওয়া হয় রাজীবকে৷ রাজীবের প্রাপ্য ৭ দিনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ মে৷ তার দু’দিন আগে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়ে রাজিব দু’দিনের জন্য আইনি পরামর্শের কারণে কলকাতায় যাওয়ার অনুমতি চাইছেন৷ চলতি লোকসভা নির্বাচনের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করে রাজীব কুমারের দপ্তর বদল করে স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠায় নির্বাচন কমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + nineteen =