‘সুপ্রিম’ ধাক্কায় বাড়ল রাজীব কুমারের গ্রেপ্তারির সম্ভাবনা!

নয়াদিল্লি: অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়ে ফের দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন রাজীব কুমার৷ রাজীবের যুক্তি, এই সময় রাজ্যে আইনজীবীদের কর্মবিরতি চলছে৷ ফলে তাঁকে আরো সময় দেওয়া হোক৷ এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে গেপ্তারির রক্ষাকবচের সময়সীমা বৃদ্ধির আবেদন করেন রাজীব কুমার৷ কিন্তু, সেখানেও বড়সড় ধাক্কা খান কলকাতার

‘সুপ্রিম’ ধাক্কায় বাড়ল রাজীব কুমারের গ্রেপ্তারির সম্ভাবনা!

নয়াদিল্লি: অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়ে ফের দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন রাজীব কুমার৷ রাজীবের যুক্তি, এই সময় রাজ্যে আইনজীবীদের কর্মবিরতি চলছে৷ ফলে তাঁকে আরো সময় দেওয়া হোক৷ এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে গেপ্তারির রক্ষাকবচের  সময়সীমা বৃদ্ধির আবেদন করেন রাজীব কুমার৷ কিন্তু, সেখানেও বড়সড় ধাক্কা খান কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার৷

সোমবার গ্রেপ্তারির ওপর স্থগিতাদেশের চাওয়া রাজীব কুমারের আবেদন শোনার আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট৷ জানিয়ে দেওয়া হয়, তিনি যেন তাঁর আবেদন সেক্রেটারি জেনারেলের কাছে জমা দেন৷ ফলে আগামী ২৩ মে’র মধ্যে আদালতে থেকে স্বস্তি পাওয়ার সম্ভাবনা কম রাজীব কুমারের৷ এর জেরেই বাড়ল রাজীবের গ্রেপ্তারির সম্ভাবনা, মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

গত শুক্রবার রাজীব কাণ্ডের শুনানিতে সেদিন বিচারপতি সঞ্জীব খান্না স্পষ্ট জানিয়ে দেন, রাজিবের ওপর থেকে রক্ষাকবচ সরিয়ে নিচ্ছে সুপ্রিম কোর্ট৷ এবার সিবিআই চাইলে রাজীবকে জেরা করতে পারবে৷ কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীবকে মাত্র ৭ দিনের জামিনের আবেদনের সুযোগ দেয় সুপ্রিম কোর্ট৷

বিসিআই সূত্রে খবর, সারদা মামলায় রাজীব কুমারকে প্রথম সমন পাঠানো হয় ২০১৭-র ১৬ অগস্ট৷  রাজীব সেই সময়ে জানিয়েছিলেন, ছট ও দুর্গাপুজোর ব্যবস্থা নিয়ে ব্যস্ত থাকায় তিনি হাজিরা দিতে পারবেন না। পুজোর পরে ২৩ নভেম্বর রাজীব কুমারকে ফের তলব করা হয়। কিন্তু সে বারও তিনি আসেননি। তখনই কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারের লাউডন স্ট্রিটের বাড়িতে সিবিআই যায়। রাজীব কুমারের সিবিআই জেরা ঠেকাতে আসরে নামেন মুখ্যমন্ত্রী৷ মামলা গড়ায় সুপ্রিম কোর্টে৷ দেশের শীর্ষ আদালতের নির্দেশে শিলংয়ে পাঁচ দিনের টানা জেরার মুখোমুখি হতে হয় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে। তার আগে মুখ্যমন্ত্রীর ধর্নার মধ্যেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার৷ শেষে সর্বোচ্চ আদালত রাজীবের উপর গ্রেপ্তারিতে রক্ষাকবচ দেওয়া হয়৷ গত সপ্তাহে সেই রক্ষাকবচের সময়সীমা বেধে দেয় দেশের শীর্ষ আদালত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *