সুপ্রিম কোর্ট বড় স্বস্তি পেলেন রাজীব কুমার, তবে বসতে হবে জেরায়

নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট বড় স্বস্তি পেলেন রাজীব কুমার৷ আজ, সুপ্রিম কোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এখনই তাঁকে গ্রেপ্তার করা যাবে না৷ তবে, তাঁকে সিবিআইয়ের জেরায় বসতে হবে৷ পরবর্তী শুনানি হওয়ার আগে তাঁকে সিবিআইয়ের কাছে সশরীরে যেতে হবে বলেও জানানো হয়েছে৷ ২৮ ফেব্রুয়ারি মমলার পরবর্তী শুনানি৷ আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে তাঁকে সিবিআইয়ে কাছে হাজিরা দিতে

4cf48d0eb542416ce20d8cad8766fe54

সুপ্রিম কোর্ট বড় স্বস্তি পেলেন রাজীব কুমার, তবে বসতে হবে জেরায়

নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট বড় স্বস্তি পেলেন রাজীব কুমার৷ আজ, সুপ্রিম কোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এখনই তাঁকে গ্রেপ্তার করা যাবে না৷ তবে, তাঁকে সিবিআইয়ের জেরায় বসতে হবে৷ পরবর্তী শুনানি হওয়ার আগে তাঁকে সিবিআইয়ের কাছে সশরীরে যেতে হবে বলেও জানানো হয়েছে৷ ২৮ ফেব্রুয়ারি মমলার পরবর্তী শুনানি৷ আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে তাঁকে সিবিআইয়ে কাছে হাজিরা দিতে হবে বলেও জানান প্রধান বিচারপতি গগৈ, বিচারপতি দীপক গুপ্ত ও বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে৷ এদিনের এই নির্দেশ জারি হতেই ধর্না মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর আরও চওড়া করেন মুখ্যমন্ত্রী৷ সুপ্রিম কোর্টের এই নির্দেশ গণতন্ত্রণের জয় বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এটা আমাদের নৈতিক জয়৷’’

রাজ্য পুলিশের তরফে আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি আজ ফের সওয়াল করেন৷ এদিন প্রধান বিচারপতি জানতে চান, রাজীব কুমার বর্তমানে কোন পদে রয়েছেন? তারপরই পুলিশ কমিশনারকে শিলংয়ে সিবিআইয়ের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়৷ সিবিআইয়ের তদন্তে সবরকম সাহায্য করতে হবে রাজীব কুমারকে৷ সূত্রের খবর, রাজীব কুমারকে শিলংয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে৷ এই মামলার পরবর্তী শুনানি ২৮ ফেব্রুয়ারি। তবে তাঁর মধ্যে রাজ্যকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে৷ এদিন সিবিআইয়ের আর্জি ছিল, সুপ্রিম কোর্ট রাজীব কুমারকে আত্মসমর্পণ করতে হবে৷ এমনকী সিবিআইয়ের সামনে হাজির হতে হবে৷ সুপ্রিম কোর্টের নির্দেশে শুরু হওয়া তদন্তে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলে সিবিআইয়ের তরফে সওয়াল করা হবে৷ এর পরই প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, আদাত তাঁদের আবেদন পড়েছে৷ নথি লোপাটের প্রমাণ কিছুই উঠে আসেনি বলেও আদালতের তরফে জানানো হয়৷ এদিন রাজ্য ও সিবিআইয়ের তরফে সওয়াল জবাব শোনার পর রাজীব কুমারকে গ্রেপ্তার করা যাবে না বলেও জানানো হয়৷

অন্যদিকে,  হাইকোর্টে থমকে গেলে কলকাতা পুলিশের সিবিআই মামলা৷ মঙ্গলবার হাইকোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, সুপ্রিম কোর্টে মামলার গতিপ্রকৃতি না দেখে এই মামলার শুনানি সম্ভব নয়৷ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর আগামী বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভবনা রয়েছে৷

সিবিআইয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার৷ তাঁর ওই আবেদন গ্রহণ করে হাইকোর্ট৷ আদালত সূত্রে খবর, পুলিশ কমিশনার হাইকোর্টে আবেদন জানিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান৷

অন্যদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে সিবিআই৷ পুলিশ কমিশনার রাজীব কুমারের সহযোগিতার অভিযোগ তোলা হয়েছে৷ কিন্তু, এদিন সওয়াল-জবাব শোনার পর গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় আদালত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *