নয়াদিল্লি: নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন প্রাক্তন অর্থ সচিব এবং বর্তমানে পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ডের (পিইএসবি) চেয়ারম্যান রাজীব কুমার। ঝাড়খণ্ড কারাগারের ১৯৮৪-র ব্যাচের আইএএস অফিসার তিনি। বিএসসি, এল এলবি ডিগ্রীধারী রাজীব কুমার এর আগে অর্থ সচিব হিসেবে কাজ করেছেন এবং প্রশাসনিক নীতি নির্ধারণে ৩০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
মুখ নির্বাচন কমিশনার সুনীল আরোরার দলে নিযুক্ত হলেন তিনি। এবিষয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রকের তরফে শুক্রবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি নির্বাচন কমিশনার পদে ইস্তফা দিয়েছেন অশোক লাভাসা। গত ১৫ জুলাই আনুষ্ঠানিক ভাবে সেই ঘোষণা করা হয় ফিলিপিন্সের এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি)-র ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন তিনি। তা একমাস পরেই, নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দেন লাভাসা। আগামী ৩১ অগস্ট দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে এ দিন পদত্যাগপত্র জমা দিয়েছিলেন তিনি। তবে তার আগেই লাভাসার পদে রাজীব কুমারকে নিযুক্ত করা হল।
এদিকে, শুক্রবার দেশে করোনা সঙ্কটের আবহে নির্বাচন পরিচালনা ও উপনির্বাচনের নির্দেশিকা জারি করেছে ভারতের নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে যে এই পরিস্থিতিতে নির্দিষ্ট শ্রেণির নাগরিকের মধ্যে পোস্টাল ব্যালট ব্যবস্থা বাড়ানো হবে।
সংশোধিত এই নির্দেশিকায় আরও বলা হয়েছে যে প্রার্থীরা অনলাইনে মনোনয়ন জমা দিতে পারবেন। রাজ্য সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রকের করোনা সতর্কতা বিধি মেনে নির্বাচন সম্পর্কিত কার্যক্রম চলাকালীন সকলের মাস্ক পড়া বাধ্যতামূলক। সকলের থর্মাল স্ক্যানিং করা হবে। নির্বাচনের উদ্দেশ্যে ব্যবহৃত হল, ঘর এবং সেই সংলগ্ন জায়গায় প্রবেশের সময় স্যানিটাইজার, সাবান এবং জল সরবরাহ করা হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।