রাজীব গান্ধী হত্যাকাণ্ডের আসামীকে মুক্তির ঘোষণা

নয়াদিল্লি: ২৮ বছর পর অবশেষে এক মাসের জন্য প্যারোলে মুক্তি পেলেন রাজীব গান্ধী হত্যাকাণ্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নলিনী শ্রীহরণ৷ মেয়ের বিয়ের কারণ দেখিয়ে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে নলিনীকে৷ বৃহস্পতিবার ভেলোর জেল থেকে ওই সাময়িক সময়ের ছুটি পেয়ে নিজের বাড়ি যায় রাজীব হত্যায় সাজাপ্রাপ্ত নলিনী৷ জানা গিয়েছে, তাঁর মেয়ে ব্রিটেনে থেকে ডাক্তারি পড়েছেন৷ আগামী সপ্তাহেই দেশে

রাজীব গান্ধী হত্যাকাণ্ডের আসামীকে মুক্তির ঘোষণা

নয়াদিল্লি: ২৮ বছর পর অবশেষে এক মাসের জন্য প্যারোলে মুক্তি পেলেন রাজীব গান্ধী হত্যাকাণ্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নলিনী শ্রীহরণ৷ মেয়ের বিয়ের কারণ দেখিয়ে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে নলিনীকে৷ বৃহস্পতিবার ভেলোর জেল থেকে ওই সাময়িক সময়ের ছুটি পেয়ে নিজের বাড়ি যায় রাজীব হত্যায় সাজাপ্রাপ্ত নলিনী৷

জানা গিয়েছে, তাঁর মেয়ে ব্রিটেনে থেকে ডাক্তারি পড়েছেন৷ আগামী সপ্তাহেই দেশে ফেরার কথা৷ প্যারোলে মুক্তি মিললেও তাঁর উপর রয়েছে কয়েকটি কড়া নিষেধাজ্ঞা৷ এই একমাস ভেলোরের বাইরে তিনি কোথাও যেতে পারবেন না৷ রাজনৈতিক নেতা বা সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গেও কথা বলতে পারবেন না তিনি৷

গত ২৮ বছর ধরে জেলে রয়েছেন তিনি৷ এই প্রথম প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে নলিনীকে৷ এর আগে ২০১৬ সালে বাবার শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি দেওয়া হয়৷ সংবিধানের ১৬১ ধারা মেনে নলিনী সহ রাজীব গান্ধী হত্যা মামলায় দোষী সাব্যস্ত মুরুগান-সন্থান-অরিভু-জয়কুমারকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছিল তামিলনাড়ু মন্ত্রিসভা৷ রাজীব গান্ধীকে হত্যায় দোষী সাব্যস্তরা যাবজ্জীবন কারাদণ্ডে রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 12 =