মোদি-শাহকে প্রশংসা করতে গিয়ে বিতর্কে অভনেতা রজনীকান্ত

নয়াদিল্লি: ‘মোদি বাবার পুজো’ নিয়ে আগেই কড়া সমালোচনা করেছিলেন কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী৷ এবার অধীরের সেই মন্তব্যকেই প্রমাণ করে ছাড়লেন সুপারস্টার রজনীকান্ত৷ মোদি-শাহের জুটিকে প্রশংসা করতে করতে এমন পর্যায়ে পৌঁছে দিলেন রজনীকান্ত, যা নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক৷ রবিবার চেন্নাইয়ের এক অনুষ্ঠানে কৃষ্ণ ও অর্জুনের সঙ্গে তুলনা করে মোদি-শাহের জুটিকে প্রশংসা করেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত৷

মোদি-শাহকে প্রশংসা করতে গিয়ে বিতর্কে অভনেতা রজনীকান্ত

নয়াদিল্লি: ‘মোদি বাবার পুজো’ নিয়ে আগেই কড়া সমালোচনা করেছিলেন কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী৷ এবার অধীরের সেই মন্তব্যকেই প্রমাণ করে ছাড়লেন সুপারস্টার রজনীকান্ত৷ মোদি-শাহের জুটিকে প্রশংসা করতে করতে এমন পর্যায়ে পৌঁছে দিলেন রজনীকান্ত, যা নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক৷

রবিবার চেন্নাইয়ের এক অনুষ্ঠানে কৃষ্ণ ও অর্জুনের সঙ্গে তুলনা করে মোদি-শাহের জুটিকে প্রশংসা করেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত৷ কাশ্মীরে থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রসঙ্গে প্রশংসা করে গিয়ে রজনীকান্ত বলে বলে বসেন, ‘‘মোদি-শাহ কৃষ্ণ ও অর্জুনের মতো৷ দু’জনে মিলি কংস বধে নেমেছেন৷ এই দুই জুটির নেতৃত্বে আগামী দিনে দেশ এগিয়ে চবে৷’’

চেন্নাইয়ের বইপ্রকাশের অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর প্রশংসা করেন কিনি৷ জাতীয় নিরপত্তা উপদেষ্টা অজিত ডোভালকেও প্রশংসা করতেও ছাড়েননি তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =