চাঁদে জমি কিনে স্ত্রীকে উপহার দিলেন রাজস্থানের বাসিন্দা

জয়পুর: বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদে এক টুকরো জমি উপহার দিলেন রাজস্থানের আজমেরের এক ব্যক্তি। ওই ব্যক্তির নাম ধর্মেন্দ্র আনিজা। বিবাহবার্ষিকীতে তিনি স্ত্রীকে চাঁদে তিন একর জমি উপহার দিয়েছেন। ধর্মেন্দ্র আনিজা বলেন যে তিনি তাঁর অষ্টম বিবাহবার্ষিকীতে তাঁর স্ত্রী স্বপ্না আনিজার জন্য বিশেষ কিছু করতে চেয়েছিলেন। তাই তিনি চাঁদে জমি কেনেন।

জয়পুর: বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদে এক টুকরো জমি উপহার দিলেন রাজস্থানের আজমেরের এক ব্যক্তি। ওই ব্যক্তির নাম ধর্মেন্দ্র আনিজা। বিবাহবার্ষিকীতে তিনি স্ত্রীকে চাঁদে তিন একর জমি উপহার দিয়েছেন। ধর্মেন্দ্র আনিজা বলেন যে তিনি তাঁর অষ্টম বিবাহবার্ষিকীতে তাঁর স্ত্রী স্বপ্না আনিজার জন্য বিশেষ কিছু করতে চেয়েছিলেন। তাই তিনি চাঁদে জমি কেনেন।

ধর্মেন্দ্র আরও বলেন, “২৪ ডিসেম্বর আমাদের বিবাহবার্ষিকী ছিল। আমি ওর জন্য বিশেষ কিছু করতে চেয়েছিলাম। প্রত্যেকে পার্থিব সম্পদ গাড়ি এবং গহনা হিসাবে উপহার দেয়। কিন্তু আমি আলাদা কিছু দিতে চেয়েছিলাম। তাই আমি ওর জন্য চাঁদে জমি কিনেছি।” ধর্মেন্দ্র আনিজা লুনা সোসাইটি ইন্টারন্যাশনালের মাধ্যমে জমি কেনেন। ধর্মেন্দ্র আনিজা জানান, পুরো প্রক্রিয়াটি শেষ হতে প্রায় এক বছর সময় লেগেছে। তিনি আরও যোগ করেন, “আমি খুশি। আমি মনে করি আমি রাজস্থানের প্রথম ব্যক্তি যিনি চাঁদে জমি কিনেছি।”

স্বপ্না আনিজা জানান যে তিনি কখনই তাঁর স্বামীর কাছ থেকে এই রকম বিশেষ ‘আউট অফ দ্য ওয়ার্ল্ড’ উপহার পাবেন বলে আশা করেননি। তিনি বলেন, “আমি অত্যন্ত খুশি। আমি কখনই আশা করিনি যে সে আমাকে এমন বিশেষ কিছু উপহার দেবে। মনে হয়েছিল আমরা আক্ষরিক অর্থে চাঁদে রয়েছি। অনুষ্ঠানের সময় তিনি আমাকে সম্পত্তির দলিলেরক্ত শংসাপত্র ফ্রেমে বন্দি করে আমাকে উপহার দেন।”

বাইরের জায়গার ব্যক্তিগত মালিকানা পাওয়া সম্ভব না হলেও, উপহার দেওয়ার ওয়েবসাইটগুলি এখনও চাঁদের জমির টুকরো বিক্রয় করে এবং কিনতে ইচ্ছুকদের শংসাপত্র সরবরাহ করে। ২০১৮ সালে সুশান্ত সিং রাজপুত ম্যারে মুস্কোভিয়েন্স বা “মুসকোভির সমুদ্র” নামে পরিচিত অঞ্চলে চাঁদে এক টুকরো জমি কেনেন। অভিনেতা শাহরুখ খান এবং প্রয়াত সুশান্ত সিং রাজপুতের অনুপ্রেরণার পরে কয়েকমাস আগে, বোধগয়ার বাসিন্দা নীরজ কুমারও তাঁর জন্মদিনে চাঁদে এক একর জমি কেনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 6 =