অদম্য লড়াই, প্রখর মেধার জোড়ে দ্বাদশে ৯৯.২% নম্বর নিয়ে রাজ্যে দ্বিতীয় শ্রমিক-পুত্র

অদম্য লড়াই, প্রখর মেধার জোড়ে দ্বাদশে ৯৯.২% নম্বর নিয়ে রাজ্যে দ্বিতীয় শ্রমিক-পুত্র

জয়পুর: গরিব পরিবারের সন্তান সে৷ কিন্তু পড়াশোনার লড়াই চালিয়ে গিয়েছে দাঁতে দাঁত চেপে৷ মিলেছে কঠিন পরিশ্রমের ফলও৷ রাজস্থান বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থানাধিকারি সে৷ তবে নিজের এই সাফল্যে সন্তুষ্ট নন প্রকাশ ফুলওয়ারিয়া৷ গ্রামের মানুষ যখন তাঁকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছে, তখন সে ব্যস্ত পরীক্ষায় ৪ নম্বর কেন কাটা গেল তার চুলচেরা বিশ্লেষণে৷ পাঁচটা বিষয়েই যে ১০০ পাওয়ার আশা করেছিল সে৷ 
মঙ্গলবার প্রকাশিত হয় রাজস্থানের উচ্চমাধ্যমিকের ফলাফল৷ পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর হিন্দি এবং ইতিহাসে ১০০, হিন্দি সাহিত্য এবং ইংরেজিতে ৯৯ এবং রাষ্ট্রবিজ্ঞানে ৯৮৷ পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর কিছুটা হতাশ হয়ে পড়েছিল ফুলওয়ারিয়া৷ এই মেধাবীর কথায়, ‘‘আমি কঠোর পরিশ্রম করেছিলাম৷ আশা করেছিলাম প্রতিটি বিষয়েই ফুল মার্কস পাব৷’’ 
রাজস্থানের বারমেড় জেলার লোহারাওয়া গ্রামের ছেলে প্রকাশ ফুলওয়ারিয়ার বাবা চান্না রাম নির্মাণ কাজের শ্রমিক৷ কষ্ট করেই মানুষ করছেন সন্তানদের৷ ছেলেমেয়েদের পড়াশোনার সঙ্গে কোনও দিন সমঝোতা করেননি তিনি৷ কষ্ট করে লড়াই চালিয়ে পড়াশোনা করিয়েছেন তাদের৷ পড়াশোনায় বরাবরই তুখর প্রকাশ৷ মাধ্যমিকেও সে ৯৭%  নম্বর নিয়ে পাশ করেছিল৷ বড় হয়ে আইএএস অফিসার স্বপ্ন তার দু’চোখে৷ ফলওয়ারিয়া বলে, ‘‘ আমার নিজের জন্য নয়, আমার মতো যে সকল গরিব পরিবারের সন্তানরা দিনরাত লড়াই করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, তাদের জন্য আইএএস অফিসার হতে চাই৷’’ 
ফুলওয়ারিয়ারা মোট চার ভাইবোন৷ দ্বিতীয় সন্তান সে৷ ফুলওয়ারিয়া বলে, ‘‘আমাদের গ্রামে বিদ্যুৎ-এর সমস্যা খুব বেশি৷ প্রায়শই আমাকে আর আমার দিদিকে টর্চ জালিয়ে পড়াশোনা করতে হয়েছে৷’’ তার দিদিও এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল৷ ৮৩% নম্বর নিয়ে পাশ করেছে সে৷ লোহারাওয়ার গভর্নমেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে পাশ করে প্রকাশ ফুলওয়ারিয়া৷ সে জানায়, অর্থের অভাবে স্থানীয় কলেজ থেকেই উচ্চশিক্ষা করতে হবে তাকে৷ গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর শুরু হবে তার আইএএস হওয়ার লড়াই৷ তবে ভবিষ্যতে সিএস পরীক্ষার জন্য জয়পুর বা দিল্লি গিয়ে পড়াশোনা করার সুযোগ পাবে কিনা, তা জানা নেই তার৷ কারণ তার বাবা এখন শয্যাশায়ী৷ বেশ কিছুদিন আগে প্যারালিটিক অ্যাটাক হয়েছিল চান্না রামের৷ এর পর থেকেই তাঁর শরীর যে অসার৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =