মদ ছাড়া চলে নাকি? দোকান খোলার কাতর আর্জি রাজ ঠাকরের

মদ ছাড়া চলে নাকি? দোকান খোলার কাতর আর্জি রাজ ঠাকরের

মুম্বই: দ্বিতীয় পর্যায়ে দেশে লকডাউন চলছে৷ দ্বিতীয় পর্যায়ে লকডাউনে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে৷ কিন্তু তাতেও দেশের অর্থনীতিকে চাঙ্গা করা যায়নি৷ মহারাষ্ট্র নব নির্মাণ সেনা দাবি করেছে, মদের দোকান খোলা রাখলে দেশের অর্থনীতীকে চাঙ্গা করা যাবে৷  মদের দোকান খোলা রাখার বিষয়ে আগেই অনেকে দাবি করেছে৷  লকডাউনের প্রথম পর্যায়ে অসম ও মেঘালয় মদের দোকান খোলার অনুমতি দিয়েছিল৷ সামাজিক দুরত্ব বজায় রেখে সেখানে মদের দোকান খোলা হয়েছিল৷ কিন্তু কেন্দ্রের চাপে তা বন্ধ করে দিতে হয়৷ মহারাষ্ট্রও কেন্দ্রের কাছে মদের দোকান খোলার আর্জি জানিয়েছিল৷ কেন্দ্রের তরফে কোনও সদুত্তর পাওয়া যায়নি৷

রাজ ঠাকরের নব নির্মাণ সেনা জানিয়েছে, রাজ্যের কোষাগারে একটা বড় অংশ ঢোকে আবগারি দপ্তর থেকে৷  কিন্তু তা এখন বন্ধ আছে৷ রাজ ঠাকরের মতে, মদের দোকান খুলে দিলেই আবগারি দপ্তর থেকে অর্থ আসতে শুরু করবে৷ তাতে রাজ্যের অথর্নীতি অনেকটা চাঙ্গা হবে৷  ফেসবুকের একটি পোস্টে রাজ ঠাকরে লিখেছে, লকডাউন কবে খুলবে কেউ জানে না৷ এই পরিস্থিতিতে মদের দোকান খুলল কিছুটা হলেও রাজস্ব আদায় সম্ভব হবে৷ রাজ্যের অর্থনীতি সচল থাকবে৷

তিনি মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরেকে পরামর্শ দিয়েছেন, নীতি আঁকড়ে থাকলে এখন চলবে না৷ বাস্তব সম্মত কাজ করতে হবে৷ তা না হলে রাজ্যকে ঘোর বিপদে পড়তে হবে ৷ মদের দোকানগুলো খুললে যদি কিছু মানুষের ভালো হয়, তা হলে তাই করতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 2 =