নিম্নচাপের হাত ধরে সময়ের আগে বর্ষা ঢুকবে দেশে: হাওয়া অফিস

নিম্নচাপের হাত ধরে সময়ের আগে বর্ষা ঢুকবে দেশে: হাওয়া অফিস

নয়াদিল্লি: এবার অন্যান্য বছরের তুলনায় আগেই বর্ষা আসতে চলেছে। এমনই পূর্বাভাস দিয়েছে বলে জানা গিয়েছে মৌসম ভবন। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ১ জুনের আশেপাশে একটি নিম্নচাপের জেরে কেরল উপকূলে বর্ষা ঢুকে যাবে।

মৌসমভবনের তরফে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ৩১ মে থেকে ৪ জুনের মধ্যে ভারতীয় উপকূলের কাছে আরব সাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হবে। সেখান থেকেই কেরল উপকূলে জুন মাসের প্রথম দিকেই বর্ষা ঢুকে যেতে পারে। আগামী ৩১ মে থেকে ৪ জুনের মধ্যে ভারতীয় উপকূলের কাছে দক্ষিণ-পূর্ব এবং পার্শ্ববর্তী পূর্ব-মধ্য আরব সাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তার জেরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর পথ আরও পরিষ্কার হবে।

জানা গিয়েছে, পশ্চিম-মধ্য এবং দক্ষিণ-পশ্চিম আরব সাগরের পার্শ্ববর্তী এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা আগামী তিন দিনের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে। যা দক্ষিণ ওমান ও পূর্ব ইয়েমেন উপকূল থেকে উত্তর-পশ্চিমে যেতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। কিন্তু এর ফলে ভারতে পশ্চিম উপকূলে তেমন কোনও প্রভাব ফেলবে না। এই নিম্নচাপ নিয়ে ভয়ের কোনও কারণ নেই বলে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, এই নিম্নচাপটি ভারতের পশ্চিম উপকূল থেকে অনেক দূরে রয়েছে। এরফলে এর কোনও প্রভাব পশ্চিম উপকূলে পড়বে না বলেই মনে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =