টিকিট বাতিলে ১০০ শতাংশ টাকা ফেরত দেবে রেল, অবশেষে ঘোষণা

টিকিট বাতিলে ১০০ শতাংশ টাকা ফেরত দেবে রেল, অবশেষে ঘোষণা

62d93ad849dc34564cf4e1426d3fb3ad

নয়াদিল্লি: করোনা রুখতে নয়া উদ্যোগ রেলের৷ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত দূরপাল্লার ট্রেনে টিকিট বাতিলের ক্ষেত্রে  ১০০ শতাংশ টাকা ফেরত দেওয়ার কথা ঘোষণা করল রেল কর্তৃপক্ষ৷ শনিবার রেলের তরফে আরও জানানো হয়, ২১ মার্চ থেকে ১৫ এপ্রিলের মধ্যে বাতিল হওয়া ট্রেনের টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত পেয়ে যাবেন যাত্রীরা৷ পাশাপাশি জানানো হয়েছে, ই-টিকিট বাতিল করার জন্য স্টেশনে আসার কোনও প্রয়োজন নেই৷ অনলাইনেই টিকিট বাতিল করা যাবে৷

রবিবার জনতা কার্ফুর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন দেশের কোনও স্টেশন থেকে কোনও প্যাসেঞ্জার বা এক্সপ্রেস ট্রেন চালানো হবে না৷ শনিবার রাত ১০টা থেকেই বন্ধ থাকবে প্যাসেঞ্জার ট্রেন৷ অন্যদিকে, রবিবার ভোর ৪টে থেকে বন্ধ থাকবে মেল এবং এক্সপ্রেস ট্রেনগুলি৷ করোনা আতঙ্কে বেশ কিছু দিন ধরেই ভাটা পড়েছে রেল সফরে৷ টিকিট বাতিল করছেন হাজার হাজার মানুষ৷ সংক্রমণের  ভয়ে ফাঁকাই পড়ে থাকছে রেলের কামরা৷ এই ধাক্কা সামলাতে বাতিল করা হয়েছে ১৫৫টি ট্রেন৷

অন্যদিকে, ভিড় কমাতে দেশের ২৫০টি স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করেছে রেল৷ স্টেশন চত্বরে অযাচিত ভিড় রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ওই রেল আধিকারিক৷ শুধু ট্রেন বাতিল বা প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানোই নয়,  করোনা সংক্রমণ রুখতে আরও কিছু পদক্ষেপ করেছে রেল। ইতিমধ্যেই বাতানুকুল কামরায় যাত্রীদের কম্বল দেওয়া বন্ধ করা হয়েছে। তুলে নেওয়া হয়েছে পর্দা। এছাড়াও রেলের খাবারের মান বজায় রাখতে ক্যাটারিং কর্মীদের একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে। কোনও ক্যাটারিং কর্মী জ্বর, সর্দি-কাশি বা শ্বাসকষ্টতে আক্রান্ত হলে তাঁকে কাজে বহাল রাখা হবে না বলে জানানো হয়েছে৷ এদিকে ভারতে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৫৭ জন৷ মৃত্যু হয়েছে চার জনের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *