নয়াদিল্লি: খারাপ পারফরম্যান্সের দোহাই দিয়ে কর্মী ছাঁটাইয়ের পথ আগেই প্রশস্ত করেছিল কেন্দ্র৷ এবার সেই জল্পনা উস্কে নতুন বছরের শুরুতেই ব্যয় কমাতে কর্মীসঙ্কোচনের পথে হাঁটতে চলেছে রেল৷ ১৩ লক্ষর বেশি কর্মীকে ছেঁটে আকর্ষণীয় ভিআরএস প্যাকেজ তৈরি পরিকল্পনা রেল মন্ত্রকের! খবর সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে৷
রেল মন্ত্রক সূত্রে খবর, নতুন অর্থ বছরে গোটা ছাঁটাই পর্ব চূড়ান্ত করে ফেলা হতে পারে রেল৷ ছাঁটাই হওয়া রেল কর্মীদের জন্য দেওয়া হতে হতে স্বেচ্ছাবসরের আকর্ষণীয় প্যাকেজ৷ বর্তমান কর্মীসংখ্যার অর্ধেকের বেশি কর্মীকে স্বেচ্ছাবসরের প্যাকেজে আসার ভাবনা শুরু করেছে রেল৷ এই কাজে গোতি বাড়াতে রেলমন্ত্রী পীযূষ গোয়েলের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে রেল মন্ত্রক৷ ওই বৈঠকেই স্বেচ্ছাবসরের প্যাকেজ দেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর৷
সম্ভাব্য স্বেচ্ছাবসর প্যাকেজ কেমন হতে পারে? তার নিয়ে রাতের ঘুম উড়েছে রেল কর্মীদের একাংশের৷ জানা গিয়েছে, শুধুমাত্র বেতন বাবদ এই মুহূর্তে রেলের মোট আয়ের ৬০ শতাংশ খরচ হয়ে থাকে৷ ৪০ শতাংশ রেলের পরিচালন খরচে ব্যবহার করা হয়ে থাকে৷ ফলে, বিপুল বেতনের খরচ কমাতে কর্মী ছাঁইয়ের পথে হাঁটতে পারে রেল৷