নয়াদিল্লি: ব্রিটিশ আমল থেকে চলে আসা খালাসি প্রথায় এবার দাড়ি টানতে চলেছে রেল৷ ইংরেজ আমল থেকেই এই ‘খালাসি’ প্রথা চলে আসছিল ভারতীয় রেলে৷ রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের বাড়িতেই কাজ করতেন এই ‘খালাসি’ বা ‘বাংলো পিওন’রা৷ সরকারি ভাবে পদটির নাম ‘টেলিফোন অ্যাটেনড্যান্ট-কাম-ডাক খালাসি (টিএডিকে)’। এবার থেকে এই পদে নিয়োগ বন্ধ করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল৷
আরও পড়ুন- কীভাবে মিলবে সিভিল সার্ভিসে সাফল্য? দশম হয়ে জানালেন সঞ্জিতা
বৃহস্পতিবার রেলের তরফে একটি নির্দেশিকায় বলা হয়েছে, ‘‘বাংলো পিওন পদটির প্রয়োজন আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে৷ নতুন করে এখন আর খালাসি পদে নিয়োগ করা যাবে না৷’’ রেলের তরফে জারি নির্দেশিকায় আরও বলা হয়েছে, ‘‘চলতি বছর ১ জুলাই থেকে খালাসি বা বাংলো পিওন পদে যে নিয়োগগুলিতে অনুমোদন দেওয়া হয়েছিল, তা পুনরায় খতিয়ে দেখা হতে পারে। এই পদের বদলে রেলের অন্য কোনও বিভাগেও ওই নিয়োগ করা হতে পারে।’’
আরও পড়ুন- নগ্ন শরীরে সন্তানকে দিয়ে ছবি আঁকিয়ে মামলা, রেহানার সুপ্রিম আর্জি খারিজ
রেল আধিকারিকদের বাংলোয় খালাসিদের কাজ করার রীতি ব্রিটিশ আমলের৷ খালাসি ছাড়াও ব্রিটিশ আমলের একাধিক ব্যবস্থা এখনও চালু আছে রেলে৷ কিন্তু ২০২০-তে দাঁড়িয়ে রেলের এই পদ নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। একজন সরকারি আধিকারিকের বাংলোয় অপর একজন সরকারি কর্মীর কাজ করার বিষয়টি নিয়ে অনেকেই আপত্তি তুলেছেন৷ এবার বিষয়টি খতিয়ে দেখছে রেল৷ অস্থায়ী কর্মচারী হিসাবে রেলওয়েতে যোগদানের তিন বছর পর স্ক্রিনিংয় পদ্ধতির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ করা হত খালাসিদের৷
আরও পড়ুন – বাইজু’সের কাছে ৩০০ মিলিয়ন ডলারে নিজের স্টার্টআপ বেচলেন এই যোগা শিক্ষক
আগে প্রত্যন্ত অঞ্চলে পোস্টিং দেওয়া অফিসারদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে এই পদে নিয়োগ করা হত৷ পাশাপাশি ফোন কল রিসিভ করা বা ফাইল আনা নেওয়ার কাজও করতে হতো বাংলো পিওনদের৷ পরবর্তী সময়ে তাঁরাই টিকিট পরীক্ষক, কুলি, শীতাতপ নিয়ন্ত্রিত কোচের মেকানিক হয়ে উঠতেন৷ টিএডিকে পদে নিয়োগ বন্ধের সিদ্ধান্তের মধ্যে দিয়ে কর্মী সংকোচনের পথেই হাঁটল রেল৷ বর্তমান পরিস্থিতিতে একাধিক পদে নিয়োগ বন্ধ রাখা হয়েছে৷ যে নিয়োগগুলি প্রক্রিয়াধীন রয়েছে সেগুলির প্রয়োজনীয়তা খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে৷ এর জন্য তৈরি হচ্ছে নির্দিষ্ট পরিকল্পনা৷