নয়াদিল্লি: ‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেন নিয়ে আগেই উঠেছিল বিতর্ক৷ ছিল চর অব্যবস্থার অভিযোগ৷ লকডাউনে কাজ হারানো শ্রমিকদের থেকে ভাড়া আদায় নিয়েও শুরু হয়েছিল বিতর্ক৷ পরে যদিও রাজ্যের থেকে ভাড়া নিয়ে ‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেন চালিয়েছে ভারতীয় রেল৷ কিন্তু, করোনা মহামারীর মধ্যে ‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেন চালিয়ে এবার নিজের আয় বেশ খানিকটা বাড়িয়ে নিল রেল৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেনের জন্য যাত্রীদের থেকে মাথাপিছু ভাড়া ৬০০ টাকা ধার্য করেছে রেল৷ লকডাউনের মধ্যে ট্রেন চালিয়ে প্রায় ৬০ লক্ষ পরিযায়ী শ্রমিককে নিজেদের গন্তব্যে পৌঁছে দিয়েছে রেল৷ তাতে রেলের আয় বেড়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব৷
রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেনের ভাড়া বাবদ মাত্র ১৫ শতাংশ টাকা পেয়েছে রেল৷ বাকি ৮৫ শতাংশ খরচ জাতীয় পরিবহণ সংস্থা বহন করেছে৷ মেল এক্সপ্রেসে সাধারণ স্লিপার ক্লাসের হারে ভাড়া ধার্য করা করো হয়েছে বলেও জানিয়েছেন তিনি৷ শ্রমিক স্পেশ্যালে রেল ৬০০ টাকা করে ধার্য করায় ৩৬০ কোটি টাকা আয় করেছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি৷
রেলমন্ত্রকের এক মুখপাত্র সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ট্রেন চালানোর জন্য যাত্রীপিছু ৩ হাজার ৪০০ টাকার মতো খরচ করে থাকে ভারতীয় রেল৷ গত পয়লা মে থেকে ৪ হাজার ৪৫০টি শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালিয়েছে ভারতীয় রেল৷ সেখানে ৬০ লক্ষ যাওয়ার সফর করেছেন৷ তিনি আরও জানিয়েছেন, চলতি মাসে বিভিন্ন রাজ্য থেকে ১৭১টি বাড়তি ‘শ্রমিক স্পেশ্যাল’ চালানোর আর্জি তাঁরা পেয়েছেন৷ ১৪ জুন পর্যন্ত ২২২টি শ্রমিক স্পেশ্যাল চালানো হয়েছে৷ আপাতত ৬৩টি বিশেষ ট্রেন চালানোর আর্জি জানিয়েছে ৭টি রাজ্য৷ কেরালা-সহ পশ্চিমবঙ্গের তরফে আরও ট্রেনের দাবি জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি৷