লকডাউনের জেরে বাতিল ট্রেন, ৬৬০ কোটি টাকা ফেরত দিল রেল

লকডাউনের জেরে বাতিল ট্রেন, ৬৬০ কোটি টাকা ফেরত দিল রেল

নয়াদিল্লি: করোনা সংক্রমণ যে হারে বাড়ছে, লকডাউন ছাড়া এই ভাইরাস মোকাবিলার অন্য কোনও উপায় নেই। তাই দ্বিতীয় পর্যায়ে ফের বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা। সংবাদসূত্রের খবর, ওই সময়ের মধ্যেই প্রায় ৩৯ লক্ষ সংরক্ষিত টিকিট কাটা হয়েছে। যেহেতু লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। তাই বাতিল হয়েছে ওই নির্ধারিত সময়ের ট্রেনগুলিও। বাতিল হওয়ার দরুন যাত্রীদের প্রায় ৬৬০ কোটি টাকা ফেরত দিয়েছে ভারতীয় রেল।

করোনা মোকাবিলায় প্রথম দফায় ২১ দিন লকডাউন জারি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুসারে ১৪ এপ্রিল পর্যন্ত গোটা দেশে লকডাউন ছিল। ভারতীয় রেল ১৫ এপ্রিল থেকেই টিকিট বুক করার প্রক্রিয়া চালু করেছিল। সেই সময়ের মধ্যেই ১৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত প্রায় ৩৯ লক্ষ টিকিট কাটা হয়েছে বলে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যে দ্বিতীয় দফায় লকডাউন জারি হয় গোটা দেশে। স্বাভাবিকভাবেই পুনরায় ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

ফলে যাত্রীদের টাকা ফেরত দিতে বাধ্য তারা। রেলের এক আধিকারিকের কথায়, 'মোট ৬৬০ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। ১৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত প্রায় ৩৯ লক্ষ সংরক্ষিত টিকিট কাটা হয়েছিল।' তবে সম্পূর্ণ টিকিটের মূল্য ফেরত পাননি যাত্রীরা, এমনই অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সেই অভিযোগের জবাবও দিয়েছে রেল কর্তৃপক্ষ। তাদের কথায়, 'যখন ট্রেন বাতিল হয়, তখন যাত্রীদের পুরো টাকাই ফেরত দেওয়ার নিয়ম। টিকিট পিছু শুধুমাত্র কনভেনিয়েন্স ফি হিসেবে খুব সামান্য টাকা কাটা হয়। টিকিট পরিষেবা পরিচালনা ও তার উন্নতিকল্পে কাজে লাগে সেই টাকা।'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *