ব্রেকিং: বিভ্রান্তি উড়িয়ে ১ লক্ষ ৪০ হাজার ৬৪০টি শূন্যপদে নিয়োগ ঘোষণা রেলের

ব্রেকিং: বিভ্রান্তি উড়িয়ে ১ লক্ষ ৪০ হাজার ৬৪০টি শূন্যপদে নিয়োগ ঘোষণা রেলের

নয়াদিল্লি: অপনি কি সরকারি চাকরির অপেক্ষায় রয়েছেন? তাহলে আর দেরি নয়৷ ভারতীয় রেল আপনার জন্য নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ৷ সুরক্ষিত এবং অসুরক্ষিত বিভাগে ১,৪০,৬৪০টি শূন্যপদে লোক নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি জারি করল পাবলিক সেক্টর ট্রান্সপোর্টার৷ সুরক্ষিত বা সেফটি বিভাগে ৭২ হাজার ২৭৪টি শূন্য পদ রয়েছে৷ অন্যদিকে, অসুরক্ষিত বা নন-সেফটি বিভাগে রয়েছে ৬৮ হাজার ৩৬৬টি ফাঁকা আসন৷ 

সম্প্রতি কাজ হারানো নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে, সে বিষয়ে রেলের তরফে জানানো হয়েছে, আগামী দিনে কর্মীদের জব প্রোফাইল বদলাতে পারে, তবে কাজ হারানোর কোনও সম্ভাবনা নেই৷ তাঁদের কাজ সুরক্ষিতই থাকবে৷ প্রসঙ্গত, এর আগে ন্যাশনাল ট্রান্সপোর্টারের তরফে জেনারেল ম্যানেজারকে একটি চিঠি লিখে ৫০ শতাংশ শূন্যপদ কমিয়ে নতুন কর্মসংস্থান তৈরি করতে বলা হয়েছিল৷ এর ঠিক পরের দিনই রেলের তরফে এই বিবৃতি দেওয়া হয়৷ 

বুধবার রেলেওয়ে বোর্ডের ডিরেক্টর জেনারেল আনন্দ এস খাতি একটি অনলাইন ব্রিফিং-এ বলেন, ন্যাশনাল ট্রান্সপোর্টারগুলিতে প্রযুক্তিগত হস্তক্ষেপের কারণে কিছু নির্দিষ্ট প্রোফাইল বদলে যেতে পারে, যার ফলে কর্মীরা আরও বেশি দক্ষ হয়ে উঠবেন, তবে এর জন্য কাজের কোনও ক্ষতি হবে না৷ তিনি আরও বলেন, ‘‘আমরা অধিকারকেই বিবেচনা করব৷ ক্ষুদ্রকরণ করব না৷ কোনও সন্দেহ নেই যে ভারতীয় রেলওয়ে দেশের বৃহত্তম নিয়োগকর্তা হিসাবে থাকবে৷’’

খাতি আরও বলেন, ‘‘যে পদগুলির জন্য বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপদ দেওয়া হয়েছে, সেগুলির উপর কোনও প্রভাব পড়বে না৷ বর্তমানে রেলের ১২.১৮ লক্ষ কর্মী আছে৷ রেলের উপার্জনের ৬৫ শতাংশই কর্মীদের বেতন এবং পেনশনের জন্য ব্যয় করা হয়৷’’ উল্লেখ্য, ২০১৮ সাল থেকে রেলের সেফটি বিভাগে ৭২ হাজার ২৭৪টি এবং নন-সেফটি বিভাগে ৬৮ হাজার ৩৬৬টি শূন্য পদ রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + two =