নয়াদিল্লি: নানা প্রয়োজনে রেলযাত্রীরা সংরক্ষিত টিকিট বাতিল করে থাকেন৷ বিক্রিত টিকিট বাতিল হলে তা হাতে হতে মেলে না টাকা৷ তার জন্য রয়েছে গুচ্ছ শর্ত৷ টিকিট বাতিল করলেও মেলে না টিকিটের পূর্ণ ভাড়া৷ আর এর বাতিল টিকিট থেকে বছরে শত হাজার কোটি টাকা আয় করছে ভারতীয় রেল৷
সম্প্রতি রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত তিন বছরে দূরপাল্লার রেলের সংরক্ষিত ও অসংরক্ষিত উভয় ক্ষেত্রেই টিকিট বাতিল বাবদ মোট ৯ হাজার কোটি টাকা আয় হয়েছে৷ তথ্য জানার অধিকার আইন বলে রেলমন্ত্রকের তরফে এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছে৷
জানা গিয়েছে, গত বছরে ১৪৫ কোটি যাত্রী ইন্টারনেটের মাধ্যমে রেলের টিকিট কেটেছেন৷ অন্যদিকে রেলের টিকিট কাউন্টার থেকে টিকিট কেনা যাত্রীর সংখ্যা মাত্র ৭৪ কোটি৷ টিকিট বাতিলের ক্ষতিপূরণ থেকে আয় থেকে বেশি হয়েছে এসি থ্রি টায়ার কামরার টিকিট থেকে৷ ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে চলতি বছর ৩১ জানুয়ারি পর্যন্ত সময় সীমার মধ্যে এই টাকা আয় হয়েছে বলে ও রেল সূত্রে জানা গিয়েছে৷