‘জওয়াদ’-এর জের, গুচ্ছ ট্রেন বাতিল করল রেল, দেখে নিন তালিকা

‘জওয়াদ’-এর জের, গুচ্ছ ট্রেন বাতিল করল রেল, দেখে নিন তালিকা

নয়াদিল্লি: শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘জওয়াদ’৷ কিন্তু এর প্রভাবে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে ওডিশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে৷ অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওডিশায়৷ সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া৷ খারাপ আবহাওয়ার জেরে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন৷ অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের কমপক্ষে ৪১টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ৷ যে সকল ট্রেন বাতিল করা হয়েছে দেখে নিন তার তালিকা৷ 

•    ১২৮২১ হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস।
•    ১২৮২২  পুরী-হাওড়া ধৌলি এক্সপ্রেস।
•    ১২৮৩৮ পুরী-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস৷
•    ০৮৪৪০ পাটনা-পুরী স্পেশাল। 
•    ২২৮৭১ ভুবনেশ্বর-তিরুপতি এক্সপ্রেস।
•    ১৮৪১৭ পুরী-গুনুপুর এক্সপ্রেস।
•    ১৮৪১৮ গুনুপুর-পুরী এক্সপ্রেস।
•    ১৭৪৭৯ পুরী-তিরুপতি এক্সপ্রেস।
•    ১৮৩৫১ পালাসা-বিশাখাপত্তনম এক্সপ্রেস।
•    ১৮৩৫২ বিশাখাপত্তনম-পালাসা এক্সপ্রেস।
•    ১৮৪৬৩ ভুবনেশ্বর-ভুবনেশ্নর প্রশান্তি এক্সপ্রেস।
•    ১২৮৪৫ ভুবনেশ্বর-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট এক্সপ্রেস।
•    ২২৮১৯ ভুবনেশ্বর-বিশাখাপত্তনম ইন্টারসিটি এক্সপ্রেস।
•    ২২৮২০ বিশাখাপত্তনম-ভুবনেশ্বর ইন্টারসিটি এক্সপ্রেস।
•    ১৭০১৫ ভুবনেশ্বর-সেকেন্দ্রাবাদ বিশাখা এক্সপ্রেস।
•    ২০৮১৯ পুরী-ওখা এক্সপ্রেস।
•    ১৮১০৫ রৌরকেল্লা-পুরী এক্সপ্রেস।
•    ১৮১০৬ পুরী-রৌরকেল্লা এক্সপ্রেস।
•    ১৭২৪৪ রায়াগডা-গুন্টুর এক্সপ্রেস।
•    ০৮৫২৭ রায়পুর-বিশাখাপত্তনম প্যাসেঞ্জার স্পেশাল।
•    ০৮৫২৮ বিশাখাপত্তনম-রায়পুর প্যাসেঞ্জার স্পেশাল।
•    ০৮৪০৩ খুরদা রোড-পুরী স্পেশাল এক্সপ্রেস।
•    ০৮৪০৪ পুরী-খুরদা রোড স্পেশাল এক্সপ্রেস।
•    ০৮৪২৭ আঙ্গুল-পুরী স্পেশাল এক্সপ্রেস।
•    ০৮৪২৮ পুরী-আঙ্গুল স্পেশাল এক্সপ্রেস।
•    ০৮৪৩১ কটক-পুরী স্পেশাল।
•    ০৮৪৩২ পুরী-কটক স্পেশাল।
•    ১৮৪২৫ পুরী-দুর্গ এক্সপ্রেস।
•    ১৮৪২৪ নারায়ণগড় টাউন-পুরী।
•    ০৮৪৬২ পারাদ্বীপ-কটক স্পেশাল।
•    ০৮৪৫৪ কটক-ভদ্রক স্পেশাল।
•    ০৮৪৫৩ ভদ্রক-কটক স্পেশাল।
•    ২২৮৫৯ পুরী-চেন্নাই এক্সপ্রেস।
•    ১১০২০ ভুবনেশ্বর-মুম্বই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস কোনার্ক এক্সপ্রেস।
•    ১৮৪২৩ ভুবনেশ্বর-নারায়ণগড় টাউন এক্সপ্রেস।
•    ২২৮৮০ তিরুপতি-ভুবনেশ্বর এক্সপ্রেস। 
•    ১২৮৪২ চেন্নাই-হাওড়া করমণ্ডল এক্সপ্রেস।
•    ১২৮৭৫ পুরী-আনন্দ বিহার নীলাচল এক্সপ্রেস।
•    ২২৬৪২ শালিমার-তিরুবন্তপুরম সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস। 
•    ১২৬৬৩ হাওড়া-তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস।
•    ২০৮৯০ তিরুপতি-হাওড়া হামসফর এক্সপ্রেস। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *