রাজধানী এক্সপ্রেসে মদের আসর রেলকর্মীদের

মুম্বই: রাজধানী এক্সপ্রেসে মদের আসর রেলকর্মীদের৷ তাও আবার টিকিট ছাড়াই৷ চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী মুম্বই-দিল্লি রাজধানী এক্সপ্রেসের কয়েক হাজার যাত্রী৷ জানা গিয়েছে, বৈধ্য টিকিট ছাড়াই ট্রেনের মধ্যে মদ্যপান করছিলেন ছয় রেলকর্মী৷ অভিযুক্তদের মধ্যে দু’জন আবার অফিসার৷ পশ্চিম রেলের ভিজিলেন্স বিভাগের ফ্লাইং স্কোয়াডের হাতে ধরা পড়ার পরে মদের আসর বসানোর অভিযোগে ওই ছ’জনের থেকে মোট ৫ হাজার

রাজধানী এক্সপ্রেসে মদের আসর রেলকর্মীদের

মুম্বই: রাজধানী এক্সপ্রেসে মদের আসর রেলকর্মীদের৷ তাও আবার টিকিট ছাড়াই৷ চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী মুম্বই-দিল্লি রাজধানী এক্সপ্রেসের কয়েক হাজার যাত্রী৷

জানা গিয়েছে, বৈধ্য টিকিট ছাড়াই ট্রেনের মধ্যে মদ্যপান করছিলেন ছয় রেলকর্মী৷ অভিযুক্তদের মধ্যে দু’জন আবার অফিসার৷ পশ্চিম রেলের ভিজিলেন্স বিভাগের ফ্লাইং স্কোয়াডের হাতে ধরা পড়ার পরে মদের আসর বসানোর অভিযোগে ওই ছ’জনের থেকে মোট ৫ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে৷ প্রথমে রেল অভিযুক্তদের পরিচয় স্বীকার করতে চায়নি৷ পরে জানানো হয়, ছয় অভিযুক্তের মধ্যে একজন ভিজিলেন্স ইন্সপেক্টর ও একজন মুম্বই ডিভিশনের কমার্সিয়াল ম্যানেজার৷ ট্রেনের মধ্যে মদ্যপান শাস্তিযোগ্য অপরাধ। পশ্চিম রেল জানিয়েছে, সব অভিযুক্তের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + eleven =