কেন্দ্রের বাজেটে বঞ্চিত রেল, দায়সারা ঘোষণায় বেসরকারি ইঙ্গিত?

কেন্দ্রের বাজেটে বঞ্চিত রেল, দায়সারা ঘোষণায় বেসরকারি ইঙ্গিত?

dce096e46d86dd38b18647e9c95af257

নয়াদিল্লি:  দেশের ক্রমেই বাড়ছে বেকারত্ব। তার ফলে হু হু করে কমছে কেন্দ্রীয় সরকারের ওপর মানুষের ভরসা। এই পরিস্থিতি বাজেট পেশ করা সীতারমণের কাজে যথেষ্ট কঠিন কাজ। এই কঠিন পরিস্থিতিতে বাজেট পেশ করতে গিয়ে রেলকে একটু অবহেলা করলেন সীতারমণ। তিনি অন্যান্য বিভাগে যে হারে পরিকল্পনা্ বা প্রকল্পের কথা্ ঘোষণা করেছেন, সেই দিক থেকে রেলের বিষয়ে নির্মলা সীতারমণ তেমন কোনও প্রকল্প বা পরিকল্পনার কথা ঘোষণা করেননি। 

অবহেলার মধ্যেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করেছেন।  রেলের নিরাপত্তার ওপর তিনি বিশেষ জোর দিয়েছেন। দুর্ঘটনা যাতে কমানো যায়, সেই বিষয়েও তিনি উল্লেখ করেছেন। প্রসঙ্গত, সম্প্রতি রেলের দুর্ঘটনার হার ক্রমেই বেড়ে গিয়েছে। ট্রেনের লাইনচ্যুত হওয়ার খবর প্রায়ই খবরের শিরোনামে উঠে এসেছে। এগুলো এড়াতে রেল দপ্তর বিশেষ ব্যবস্থা নেবেন বলে জানা গিয়েছে।

এছাড়া কেন্দ্রীয় অর্থমন্ত্রী রেলের বিষয়ে যে কয়েটি প্রকল্প গ্রহণ করেছেন সেগুলো হল-

১. মুম্বই আহমেদার মধ্যে উচ্চগতি সম্পন্ন ট্রেন চালনা হবে। 
২. রেলের ট্র্যাকের সঙ্গে সোলার ক্যাপাসিটি সেট করার প্রস্তাব দেওয়া হয়েছে
৩. পিপিপি মোডে চালনা হবে ১,১৫০টি ট্রেন। চারটি স্টেশনে আধুনিকীরণ করা হবে। তবে এক্ষেত্রে বেসরকারি সংস্থার সাহায্যেই আধুনিকীকরণ করা হবে বলে জানা গিয়েছে। 
৪. ২০২৩ সালের মধ্যে মুম্বই দিল্লি এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 
৫. আরও ৫৫০টি স্টেশনে ওয়াইফাই বসানো হবে। 
৬. পর্যটনবিভাগকে আরও গতিশীল করতে তেজসের মতো বেশ কয়েকটি ট্রেন চালানো হবে। তবে তেজসের মতো কটি ট্রেন চালনা হবে, সেই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *