Aajbikel

অর্থ সঙ্কট! পেনশন দেওয়ার টাকা নেই রেলের, নির্বাক অর্থমন্ত্রক

 | 
রেল

নয়াদিল্লি: বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত, এমন আশা দেখিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু বাস্তব চিত্রটা কিন্তু অন্য কথা বলছে। এই মুহূর্তে পরিস্থিতি এমন যে, অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন দিতে নাকানিচোবানি খাচ্ছে ভারতীয় রেল। শুধু তাই নয়, একাধিক মন্ত্রকেরই ভাঁড়ার কার্যত শূন্য বলেই আভাস মিলছে। সব মিলিয়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি যে খুব একটা সুখকর নয় তা স্পষ্ট। 

বিগত কয়েক বছর ধরে নানা প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বহু ক্ষেত্রে অর্থ বরাদ্দের ঘোষণা করা হয়েছে বিপুলভাবে। তবে বাস্তব পরিস্থিতি হল, প্রকল্পের খরচ জোগানো দূর, কর্মীদের পেনশন দেওয়ার টাকা পর্যন্ত দিতে হিমশিম খাচ্ছে সরকার। এই অবস্থায় কার্যত হাত তুলে নিচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকও। নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবস্থা যে নিজেদের করে নিতে হবে, সেই কথাই জানাচ্ছে তারা। এমনিতেই ভারতীয় রেল যে খুব একটা লাভে চলে না এই কথা কারোর অজানা নয়। এখন যেন আরও উদ্বেগ বাড়ছে এই ক্ষেত্র নিয়ে। রেল সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সাম্প্রতিক রিপোর্টে পেনশনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে, রেলের পেনশন সংক্রান্ত দায়ভারের কিছু অংশও বহন করতে অর্থমন্ত্রক রাজি হয়নি। 

তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবর্ষে গত জানুয়ারি পর্যন্ত রেলের পেনশন খাতে খরচের পরিমাণ ৪৮ হাজার ১০৮ কোটি টাকা। রেলের ক্ষেত্রে বাজেট বরাদ্দ এবং সংশোধিত বাজেট বরাদ্দের মধ্যেও বিস্তর ফারাক। এই আবহে ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট বরাদ্দে পেনশন খাতে খরচ ৬২ হাজার কোটি টাকা ধরেছে রেলমন্ত্রক।  

Around The Web

Trending News

You May like