Aajbikel

মৃত ২৩৮ এবং আহত ৬৫০, বিবৃতি দিয়ে জানাল রেল, উদ্ধারকাজ চলছে এখনও

 | 
coromandal

কটক: ওড়িশার বালেশ্বরে আপ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত এবং আহতের সংখ্যা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, শনিবার ভোর পর্যন্ত মৃতের সংখ্যা ২৩৩। আহত ৯০০ জনেরও বেশি। ওড়িশা সরকারকে উদ্ধৃত করে এক সংবাদ সংস্থা এই তথ্য দিয়েছিল। কিন্তু রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হল শনিবার সকাল পর্যন্ত এই দুর্ঘটনায় মারা গিয়েছেন ২৩৮ জন। আহতের সংখ্যা ৬৫০। তবে আপাতত সংখ্যা যাই হোক, পরবর্তী সময়ে যে মৃতের সংখ্যা আরও বাড়বে তা বলাই বাহুল্য কারণ উদ্ধারকাজ এখনও শেষ হয়নি। 

ঘটনাস্থল থেকে যে খবর সামনে উঠে আসছে তাতে মনে করা হচ্ছে, উদ্ধারকাজ যতক্ষণ চলবে আরও মৃতদেহ উদ্ধার হবে। কারণ এখনও অনেক জায়গায় মানুষ চাপা পড়ে আছে বলে সন্দেহ যেখানে এখনও উদ্ধারকাজ হয়নি। ট্রেনের দরজা ভেঙে ও গ্যাস কাটারের সাহায্যে উদ্ধারকাজ চালানো হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, উদ্ধারকাজ শেষ হলে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে যেতে পারে। জানা গিয়েছে, দুর্ঘটনা এবং তার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যান্য একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরাও শোক বার্তা দিয়েছেন এই রেল দুর্ঘটনায়। 

ইতিমধ্যেই জানা গিয়েছে, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ২ লক্ষ টাকা এবং অল্প আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। দুর্ঘটনাস্থল থেকে যে ছবি ধরা পড়েছে তা অত্যন্ত মর্মান্তিক। চারিদিকে শুধু চাপ চাপ রক্ত, ছিন্নভিন্ন দেহাংশ, মানুষের হাহাকার। রক্ত মাখা ব্যাগ, জলের বোতল এমনকি কবিতার খাতাও উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে। সকাল হতেই সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন ভয়ঙ্কর এই দুর্ঘটনা চাক্ষুষ করার জন্য।

Around The Web

Trending News

You May like