নয়াদিল্লি: দীর্ঘ লকডাউন কাটিয়ে শুরু হয়েছে আনলক পর্ব৷ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন৷ কিন্তু করোনা সংক্রমনের আবহে সাধারণ যাত্রীদের চিন্তার বাড়িয়ে রেল পরিষেবা আরও একদফায় বন্ধ রাখার ঘোষণা করল রেলমন্ত্রক৷
আজ রেল বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১২ আগস্ট পর্যন্ত সমস্ত দূরপাল্লার ট্রেন লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে৷ রেল বোর্ডের তরফে জানানো হয়েছে, সমস্ত ধরনের মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেন চলবে না৷ একইসঙ্গে বন্ধ থাকবে অন্যান্য যাত্রী পরিষাবা৷ তবে স্পেশাল ট্রেন চলবে৷ পরিযায়ীদের জন্য শ্রমিক স্পেশাল ট্রেন চলাচলের ছাড় দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে৷
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী ১২ আগস্ট পর্যন্ত কোন ভাবেই যাত্রী পরিষেবা চালু করা যাবে না৷ বন্ধ থাকবে শহরতলী সমস্ত লোকাল ট্রেন পরিষেবা৷ মেল, এক্সপ্রেস ও পেসেঞ্জার ট্রেন পরিষেবা বন্ধ থাকবে৷ করোনা সংক্রমণের আশঙ্কা থেকেই সিদ্ধান্ত বলে ঘোষণা করা হয়েছে৷ আজ রেল বোর্ডের তরফে আজ জানিয়ে দেওয়া হয়েছে, ১২ আগস্ট পর্যন্ত পরিষেবা বন্ধ থাকায় আগামী ১ জুলাই থেকে আগামী ১২ আগস্ট পর্যন্ত টিকিট বুকিং বাতিল হবে৷ টাকা ফেরত পেয়ে যাবেন যাত্রীরা৷
It has also been decided that all the ticket booked for the regular time-tabled trams for the journey date from 01.07.20 to 12.08.20 also stand cancelled: Railway Board https://t.co/t62D3GjOUP
— ANI (@ANI) June 25, 2020