কটক: শুক্রবার বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর এদিন সকালেই ঘটনাস্থলে পৌঁছন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি সেখানে গিয়ে সাংবাদিকদের স্পষ্ট জানিয়েছেন, গোড়ায় গিয়ে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে রেল। কী ভাবে এই বড় দুর্ঘটনা হল তা জানতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কিন্তু আপাতত তাঁদের লক্ষ্য অন্য। কী সেই লক্ষ্য? রেলমন্ত্রী জানান, আগে উদ্ধারকাজে জোর দেওয়া হচ্ছে। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করাই আপাতত অগ্রাধিকার।
ঘটনাস্থল পরিদর্শন করার পর এদিন রেলমন্ত্রী জানান, কটক, কলকাতা, ভুবনেশ্বরের মতো শহরে আপাতত চিকিৎসার জন্য পাঠানো হবে আহতদের। তাদের চিকিৎসা করাবে রেল। সবচেয়ে ভাল চিকিৎসার সুযোগ যেখানে থাকবে সেখানেই সকলের চিকিৎসা হবে। এখন তাই প্রাথমিক এবং একমাত্র লক্ষ্য আহতদের যত দ্রুত সম্ভব উদ্ধার করা এবং প্রত্যেকের উপযুক্ত চিকিৎসা করানো। একই সঙ্গে তিনি এও জানান, এই দুর্ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আশা করা হচ্ছে, মৃতের সংখ্যা যেন আর না বাড়ে, আহতরাও যেন সুস্থ হয়ে যান। উল্লেখ্য, রেল সূত্রে খবর, শনিবার ভোর পর্যন্ত মৃতের সংখ্যা ৮৮, আহত ৬০০ জনেরও বেশি। যদিও সর্বভারতীয় এক সংবাদসংস্থার রিপোর্ট, মৃত্যু হয়েছে ২৩৩ জনের, আহতের সংখ্যা ৯০০-র বেশি, এখনও চলছে উদ্ধারকাজ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”পুরীতে জলে নামলেই গায়ে তীব্র চুলকানি-লাল দাগ, পুরীতে গিয়ে বিপাকে পর্যটকরা!” width=”789″>
করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় খবরাখবরের জন্য হাওড়া স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর- ০৩৩-২৬৩৮২২১৭। খড়্গপুর স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর- ৮৯৭২০৭৩৯২৫, ৯৩৩২৩৯২৩৩৯। বালেশ্বর স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর- ৮২৪৯৫৯১৫৫৯ এবং ৭৯৭৮৪১৮৩২২। শালিমার স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর- ৯৯০৩৩৭০৭৪৬। নবান্ন- ০৩৩-২২১৪৩৫২৬/২২৫৩৫১৮৫।