একাকী মহিলাদের সুরক্ষায় নয়া উদ্যোগ রেলের

নয়াদিল্লি : উত্তর-পূর্ব রেলের উদ্যোগে গড় উঠল একাকী মহিলাদের জন্য বিশেষ কোচ৷ একা বা বাচ্চাদের নিয়ে যাতায়াত করা মহিলাদের জন্য দেওয়া হচ্ছে পৃথক বগি৷ কোচটির রং করা হয়েছে গোলাপি৷ যাতে এই রঙের সাহায্যে তাঁরা সহজেই কোচটিকে চিনতে পারেন৷ আপাতত ৬টি দুরপাল্লার ট্রেনে এই ব্যবস্থা থাকছে৷ বনগাইগাঁও ও গুয়াহাটির পথে ২টি প্যাসেঞ্জার ট্রেন ও রাঙ্গিয়া-মুরকঙ্গসেলেকের পথে

একাকী মহিলাদের সুরক্ষায় নয়া উদ্যোগ রেলের

নয়াদিল্লি : উত্তর-পূর্ব রেলের উদ্যোগে গড় উঠল একাকী মহিলাদের জন্য বিশেষ কোচ৷ একা বা বাচ্চাদের নিয়ে যাতায়াত করা মহিলাদের জন্য দেওয়া হচ্ছে পৃথক বগি৷ কোচটির রং করা হয়েছে গোলাপি৷ যাতে এই রঙের সাহায্যে তাঁরা সহজেই কোচটিকে চিনতে পারেন৷

আপাতত ৬টি দুরপাল্লার ট্রেনে এই ব্যবস্থা থাকছে৷ বনগাইগাঁও ও গুয়াহাটির পথে ২টি প্যাসেঞ্জার ট্রেন ও রাঙ্গিয়া-মুরকঙ্গসেলেকের পথে যাতায়াত করে এই বিশেষ কোচ৷ মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য এই ব্যবস্থা বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ৷ মন্ত্রকের আশা, এই উদ্যোগ মহিলাদের একা ভ্রমণে অসুবিধা কমাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =