কবে চলবে ট্রেন? বাতিল টিকিটের রিফান্ড কীভাবে? জবাব রেলমন্ত্রকের

কবে চলবে ট্রেন? বাতিল টিকিটের রিফান্ড কীভাবে? জবাব রেলমন্ত্রকের

নয়াদিল্লি: করোনা পরিস্থিতি মোকাবিলায় আরও এক দফায় বেড়ে গিয়েছিল লকডাউনের সময়সীমা৷ আগামী ৩ মে পর্যন্ত বর্ধিত লকডাউন কার্যকর থাকবে গোটা দেশজুড়ে৷ কিন্তু এই লকডাউন পরিস্থিতির মধ্যে আদৌ কি মিলবে রেল পরিষেবা? অগ্রিম টিকিট  বুকিংয়ের ক্ষেত্রে কীভাবে রিফান্ড মিলবে? এবার তারই জবাব দিল রেলমন্ত্রক৷

করোনা রুখতে লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়ে প্রধানমন্ত্রী৷ নরেন্দ্র মোদির ঘোষণার পর ৩ মে পর্যন্ত দেশজুড়ে ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা করেছে রেল৷ একইসঙ্গে বিমান পরিষেবাও বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে৷ লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার সমস্ত ট্রেন পরিষেবা ৩ মে পর্যন্ত বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে৷

যদিও গত ১৫ এপ্রিল থেকে রেলের অগ্রিম টিকিট বুকিংয়ের কাজ শুরু হয়েছিল আইআরসিটিসি৷ অনলাইনে টিকিট কাটার দরজা খুলে দিয়ে দেওয়া হয়েছিল যাত্রীদের জন্য৷ কিন্তু দ্বিতীয় দফায় লকডাউনের মেয়াদ বৃদ্ধি হওয়ার পর রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, অনলাইনে যাঁরা বুকিং করেছেন, তাঁদের একাউন্টে টাকা পৌঁছে যাবে৷ কোনরকম অতিরিক্ত চার্জ করা হবে না৷ যে টাকা মূল্যে টিকিট বুকিং করা হয়েছিল, পুরো টাকা ব্যাংক একাউন্টে পৌঁছে যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে৷ তবে দেশজুড়ে অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা সচল রাখতে চালু থাকবে মালবাহী ট্রেন পরিষেবা৷

অন্যদিকে লকডাউনের মেয়াদ বৃদ্ধি হওয়ার দরুন দেশের আগামী ৩ মে পর্যন্ত দেশের অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকবে বলে জানিয়েছে অসামরিক বিমান পরিবহনমন্ত্রক৷ আগামী ৩ তারিখ পর্যন্ত পুরোপুরি গণপরিবহন বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে৷ তবে, পণ্য পরিষেবা আগের মতোই চালু থাকবে বলে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − two =