রেল দুর্ঘটনা: ক্ষতিপূরণ ঘোষণা নীতীশ সরকারের

বিহার: রেল বাজেট পেশের ৮৪ ঘণ্টার মধ্যে ভয়াবহ রেল দু্র্ঘটনা৷ রবিবার সাতসকালে রেল দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ছ’য় যাত্রীর মৃত্যু হয়েছে৷ দুর্ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন যাত্রী৷ এদিন ভোর ৩টে ৫৮ মিনিটে বিহারের হাজিপুরে কাছে দুর্ঘটনার কবলে পড়ে সীমাঞ্চল এক্সপ্রেস৷ দুর্ঘটনার পরপরই মৃত ও আহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে ক্ষতিপূরণের ঘোষণা করেছে বিহার সরকার৷ সোমবার সাংবাদিক

19ebe6308f204545cd14c1aa33da3f01

রেল দুর্ঘটনা: ক্ষতিপূরণ ঘোষণা নীতীশ সরকারের

বিহার: রেল বাজেট পেশের ৮৪ ঘণ্টার মধ্যে ভয়াবহ রেল দু্র্ঘটনা৷ রবিবার সাতসকালে রেল দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ছ’য় যাত্রীর মৃত্যু হয়েছে৷ দুর্ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন যাত্রী৷ এদিন ভোর ৩টে ৫৮ মিনিটে বিহারের হাজিপুরে কাছে দুর্ঘটনার কবলে পড়ে সীমাঞ্চল এক্সপ্রেস৷ দুর্ঘটনার পরপরই মৃত ও আহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে ক্ষতিপূরণের ঘোষণা করেছে বিহার সরকার৷

সোমবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, ‘‘এটা খুবই দুঃখজনক ঘটনা৷ আমরা বিহার সরকারের তরফে মৃতদের পরিবার ৪ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করব৷’’ এদিনের এই দুর্ঘটনায় সমবেদনা জানান প্রধানমন্ত্রী৷ মৃত ও আহতদের পরিবারের পাশে থাকার বার্তাও দেন৷ বিহার সরকারের তরফে অর্থ সহযোগিতা করা হলেও রেলের তরফে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি৷

সংবাদ সংস্থা সূত্রে খবর, এদিন সকালে বৈশালীর হাজিপুরের কাছে দিল্লিগামী সীমাঞ্চল এক্সপ্রেসের ১১টি বগি লাইনচ্যুত হয়ে যায়৷ উল্টে যায় তিনটি বগি৷ ঘুমন্ত অবস্থায় দুর্ঘটনায় প্রাণ হারান অন্তত ছ’জন রেল যাত্রী৷ জানা গিয়েছে, বিহারের বৈশালী জেলার হাজিপুরে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি৷ ভোরের আলো ফোটার আগে তখনও ট্রেনের মধ্যে ঘুমিয়ে ছিলেন অধিকাংশ যাত্রী৷ কিন্তু, নেমে আসে বিপর্যয়৷ মুহূর্তেই দিল্লিগামী সীমাঞ্চল এক্সপ্রেসের নয়টি কামরা বেলাইন হয়ে যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *