হারের পর মোদিকে প্রেমের বার্তা রাহুলের

নয়াদিল্লি: হার স্বীকার করে মোদীকে বার্তা পাঠালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ আমেঠিতে হারের দায় নিজের ঘাড়ে চাপিয়ে স্মৃতি ইরানিকে শুভেচ্ছা জানালেন সোনিয়া পুত্র৷ একই সঙ্গে মোদিকেও অভিনন্দন জানান তিনি৷ Congress President Rahul Gandhi concedes defeat in Amethi, says, “I respect the decision and congratulate Smriti Irani ji.” #ElectionResults2019 pic.twitter.com/Y4tIYhteXU — ANI (@ANI) May 23, 2019

হারের পর মোদিকে প্রেমের বার্তা রাহুলের

নয়াদিল্লি: হার স্বীকার করে মোদীকে বার্তা পাঠালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ আমেঠিতে হারের দায় নিজের ঘাড়ে চাপিয়ে স্মৃতি ইরানিকে শুভেচ্ছা জানালেন সোনিয়া পুত্র৷ একই সঙ্গে মোদিকেও অভিনন্দন জানান তিনি৷

বৃহস্পতিবার বিকালে সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠক ককে রাহুল জানিয়ে দেন, ‘‘আমাদের মতাদর্শগত বিরোধ আছে৷ তবুও আমি নরেন্দ্র মোদিকে অভিবাদন জানাচ্ছি, নতুন সরকার গঠনের জন্য৷ আমাদের আদর্শের পার্থক্য থাকলেও নরেন্দ্র মোদিকে আমি আমার প্রেম দিতে চাই৷ আমাকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে, তার পাল্টা হিসাবে মোদিকে প্রেম দিয়ে কথা বলব৷’’ দলের কর্মীদের বলেন, ‘‘আমি আমার দলের কর্মীদের বলব, হতাশ হবেন না৷ দুঃখ পাবেন না৷ আমরা লড়াইয়ে আছি৷ আপনাদের পাশেই আছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 10 =