বঙ্গে কংগ্রেসের নীতি চূড়ান্ত করতে আজ প্রদেশে নেতৃত্বের সঙ্গে বৈঠক রাহুলের

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে কি জোট, নাকি একলা চলা? জোট হলেও বা কার সঙ্গে, সিপিএম নাকি তৃণমূল? এসব নিয়ে আলোচনা করতেই প্রদেশ কংগ্রেসের সঙ্গে শনিবার বৈঠকে বসছেন রাহুল গান্ধী। রাজ্যে রাজনৈতিক অবস্থান ভিন্ন হলেও আপাতত লক্ষ্য, ২০১৯ সালে মোদি হটানো। তাই ক্ষেত্র বিশেষে কৌশলী পদক্ষেপই নিতে চান রাহুল। যদিও সেই কৌশলে প্রদেশ নেতৃত্বের মনোভাবও জেনে নিতে চান

বঙ্গে কংগ্রেসের নীতি চূড়ান্ত করতে আজ প্রদেশে নেতৃত্বের সঙ্গে বৈঠক রাহুলের

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে কি জোট, নাকি একলা চলা? জোট হলেও বা কার সঙ্গে, সিপিএম নাকি তৃণমূল? এসব নিয়ে আলোচনা করতেই প্রদেশ কংগ্রেসের সঙ্গে শনিবার বৈঠকে বসছেন রাহুল গান্ধী। রাজ্যে রাজনৈতিক অবস্থান ভিন্ন হলেও আপাতত লক্ষ্য, ২০১৯ সালে মোদি হটানো। তাই ক্ষেত্র বিশেষে কৌশলী পদক্ষেপই নিতে চান রাহুল। যদিও সেই কৌশলে প্রদেশ নেতৃত্বের মনোভাবও জেনে নিতে চান তিনি।

সেই মতো স্ট্র্যাটেজি ঠিক করতে গতকাল দলের সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠকের পর শনিবার সব রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বিধানসভার পরিষদীয় দলনেতাদের দিল্লিতে ডেকেছেন রাহুল গান্ধী। কংগ্রেস সংগঠন তথা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রদেশ নেতাদের বক্তব্য শুনবেন কংগ্রেস সভাপতি। গুরুদ্বার রকাবগঞ্জ রোডে কংগ্রেসের ‘ওয়াররুম’ বলে রাজনৈতিকভাবে পরিচিত বাংলোয় শনিবার সকাল থেকে ওই বৈঠক হবে। বৈঠকে যোগ দিতে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এবং বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান দিল্লি এসে পৌঁছেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 15 =