নয়াদিল্লি: সভাপতির পদ থেকে রাহুল গান্ধি পদত্যাগ করতে চাইলেও তা খারিজ করে দিয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। বৈঠকের পর রণদীপ সিং সূর্যেওয়ালা একথা জানান।
তিনি বলেন, রাহুলকে দলকে পুনর্গঠন করার পুরো দায়িত্ব দিয়েছে ওয়ার্কিং কমিটি। লোকসভা নির্বাচনের ফলকে স্বীকার করে কংগ্রেস বলেছে, দেশে বেকারি, কৃষকদের সমস্যা ভয়াবহ। অবিলম্বে সরকারকে সেদিকে নজর দিতে হবে। লোকসভা ভোটে দলের শোচনীয় ফল পর্যালোচনা করতে শনিবার সকালে বসে কমিটির বৈঠক। চলে তিন ঘণ্টা।
#WATCH Randeep Surjewala, Congress: Party President Rahul Gandhi offered his resignation but it was rejected by the members of CWC unanimously. pic.twitter.com/0DmHV6queZ
— ANI (@ANI) May 25, 2019
এদিনের বৈঠক ছিলেন সোনিয়া গান্ধি, মনমোহন সিং, গুলাম নবি আজাদ, মল্লিকার্জুন খাড়গে, অমরিন্দর সিং, অশোক গেহলত প্রমুখ। তবে উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ। তিনি জানিয়েছেন দলের বিধায়কদের সঙ্গে কথা বলতে তিনি ব্যস্ত রয়েছেন।